• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখীই থাকছে

প্রকাশের সময় : January 25, 2023, 11:56 pm

আপডেট সময় : January 25, 2023 at 11:56 pm

অর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি পণ্যটি ব্যবহার করে চীন। দেশটির যার চাহিদা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখতে পারে।
বৈশ্বিক মন্দার উদ্বেগকে যা দূরে ঠেলে দিয়েছে। এতে তেলের দর ঊধ্বমুখীই থাকছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
বুধবার দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য বেড়েছে ২২ সেন্ট। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৮৬ ডলার ৩৫ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিøউটিআই) দর বৃদ্ধি পেয়েছে ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৮০ ডলার ২৬ সেন্টে।
নিশান সিকিউরিটিজের গবেষণা মহাব্যবস্থাপক হিরোয়ুকি কিকুকায়া বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের জ্বালানি চাহিদা পুনরুদ্ধার হবে। ইতোমধ্যে দেশটির তেল আমদানি বাড়তে শুরু করেছে। এই প্রত্যাশায় দামও বাড়ছে।
গত অক্টোবরে তেল উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস সিদ্ধান্ত নেয়, নভেম্বর থেকে প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেল উত্তোলন কমানো হবে। আগামীতেও এই প্রতিশ্রæতিতে অটল তারা। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ধীরগতির মধ্যেও তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে চীনের চাহিদা বৃদ্ধি তেলের বাজারে ভারসাম্য রেখেছে। সরবরাহ স্থিতিশীল আছে। সূত্র : চ্যানেল২৪ অনলাইন

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)