• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

নদী দখলদারদের তালিকা তৈরির পুরো টাকাটাই জলে গেছে : কমিশন

প্রকাশের সময় : January 25, 2023, 11:00 pm

আপডেট সময় : January 25, 2023 at 11:57 pm

অর্থনীতি ডেস্ক : জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি) দেশের নদ-নদী দখলদারদের তালিকা তৈরি করতে প্রকল্প নিয়েছিল। প্রকল্পের কাজ শেষ হয় গত ডিসেম্বরে। এ প্রকল্পের মাধ্যমে ৩৭ হাজার ৩৯৬ জন দখলদারকে চিহ্নিত করে কমিশন। এ সংক্রান্ত তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশও করা হয়। তবে ওই তালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। যা নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।
এদিকে, গণমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক সয় বলে দাবি করেছেন এনআরসিসির চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রকল্পটিতে অনেক ভুলত্রæটি রয়েছে। আরও যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয়, ডিসিসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে আরও বিশ্লেষণের পরই আমরা ওয়েবসাইটে প্রকাশ করবো। যেটা এখন পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। অনুমোদনের পরই তা প্রকাশ করা হবে। এমনকি প্রকল্পের পুরো টাকাটাই নদীতে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার জাতীয় নদী রক্ষা কমিশনের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চেয়ারম্যান। এসময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআরসিসির চেয়ারম্যান বলেন, প্রকল্পের কাজ শেষ হয়েছে। সব প্রকল্পেই কিছু ত্রæটি থাকে, এ প্রকল্পেও আছে। তাছাড়া প্রকল্পটি শুধু পানি আইনের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। এটিকে আরও যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে সংশোধনের জন্য সিদ্ধান্ত আসবে। আমরা ত্রæটি যাচাই-বাছাই করেই তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করবো।
সংবাদ সম্মেলনে কমিশনের অন্য এক সদস্য বলেন, হাইকোর্টের রায়ে সিএস রেকর্ডের ভিত্তিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করতে বলা হয়েছিল। প্রকল্পে তাদের চিহ্নিত করা হয়েছে পানি আইন ২০১৩-এর ভিত্তিতে। এতে প্রকল্পে চিহ্নিত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম ও তালিকা কমিশনে দেওয়া প্রতিবেদনে এবং ডাটাবেজে অন্তর্ভুক্ত করা যাবে না। এ কারণে এটি প্রকাশও করা যাবে না।
প্রকল্পটি হাতে নেওয়ার সময়ে এনআরসিসির চেয়ারম্যান ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মুজিবুর রহমান হাওলাদার। দীর্ঘ পরিশ্রম শেষে ৩৭ হাজার ৩৯৬ দখলদারের তথ্য সংগ্রহ করে কমিশন। সংবাদ সম্মেলনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আরও বলেন, পানি আইন অনুযায়ী কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানকে দখলদার বলা যাবে না। এ কারণে আমরা প্রতিবেদন জমা নেইনি। যেহেতু নদী নিয়ে কাজ করা হয়েছে, তাই বলেছি প্রকল্পের পুরো টাকাটাই নদীতে গেছে। সূত্র : জাগোনিউজ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)