• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

মাথাপিছু আয় ১২ হাজার ডলার করতে ডিসিদের ভূমিকা রয়েছে : সালমান এফ রহমান

প্রকাশের সময় : January 25, 2023, 11:57 pm

আপডেট সময় : January 25, 2023 at 11:57 pm

অর্থনীতি ডেস্ক : প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় ১২ হাজার ডলার করা এবং উন্নত দেশ গড়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনেক ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তাদের মাঠপর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবস কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, তবে কাজ করতে গেলে বিদ্যুৎ, জ্বালানির সমস্যায় পড়তে হয়, এমন অভিযোগ ছিল ডিসিদের পক্ষ থেকে। আমরা বলব, সেটা ধীরে কেটে যাবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পবিত্র রমজান সামনে রেখে জিনিসপত্রের দাম নিয়ে কেউ যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। তারা হলেন মাঠপর্যায়ে সরকারের হাত। তাই বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসকদের বড় ভ‚মিকা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন কমার্শিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
চামড়ার সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভ‚মিকা নিতে হবে। সূত্র : বাংলাট্রিবিউন

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)