
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক মেডিসিন বিভাগ স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ
[২] মানব ইতিহাসে চিকিৎসা পেশার সাথে ফরেনসিক মেডিসিনের সর্ম্পক প্রাচীনতম, যা লিখিত কোড অব হামমুরাবি বা হিপোক্রেটিস প্রতিজ্ঞাই প্রমাণ করে। প্রাগৈতিহাসিক কাল থেকেই চিকিৎসা পেশা এবং আইন পারস্পরিক সর্ম্পকিত। যে বন্ধনগুলো প্রাগৈতিহাসিক কাল থেকে তাদের একত্র করেছিল তাহলো ধর্ম, কুসংস্কার এবং যাদুবিদ্যা। প্রাচীনসভ্যতা,আদিম আইনি কোড, ধর্মীয় ডকট্্রাইন্স,সামাজিক বিধি এবং চিকিৎসা বিষয়বস্তু সহ আইনগুলো প্রায়শই তাদের নথিপত্রের মধ্যে পাওয়া যায়। ধর্মীয় আদালত এবং ক্যানন আইন স¤র্পকিত অনেক রীতিনীতি শুধু ধর্মীয় বিষয়ই নয় বরং চিকিৎসাতেও ছিলো। উদাহরণস্বরুপ পুরুষত্বহীনতা, বিবাহবিচ্ছেদ, প্রেগনেন্সী, গর্ভপাত, গর্ভধারণের সময়কাল এবং যৌন ডেভিয়েশন। লিখিত রের্কডগুলোর মধ্যে প্রাচীনতম হামমুরাবি কোড সর্ম্পকিত আইনি অর্ন্তভুক্তি ছিলো চিকিৎসা পরিসেবা প্রদান এবং শাস্তির বিধান সর্ম্পকীয় (২২০০ক্রিঃপ)। ফরেনসিক মেডিসিন চিকিৎসা পেশার সেই আইনি বিষয়াবলী এবং রীতিনীতি (নৈতিকতা) শিক্ষা প্রদান এবং অনুশীলন করে।
[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দেশের একমাত্র শীর্ষস্থানীয় ¯œাতকোত্তর মেডিকেল ইনস্টিটিউট। এটি ১৯৬৫ সালের ডিসেম্বরে ইনস্টিটিউট অব ¯œাতকোত্তর মেডিকেল রিসার্চ (আইপিজিএমআর) এর ঐতিহ্য বহন করে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐকান্তিক পৃষ্ঠপোষকতায় ৩০.০৪.১৯৯৮ সালে উচ্চ চিকিৎসা ও গবেষণার সুযোগ বাড়ানোর জন্য আইপিজিএমআরকে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। বিভিন্ন বৈশিষ্ট্য উচ্চমানের ¯œাতকোত্তর শিক্ষা প্রদান এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ঈর্ষণীয় খ্যাতি অর্জিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিদেশি এবং অন্যান্য পেশাদার সংস্থার সাথে সুদৃঢ় যোগাযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি দ্রæত প্রসারিত হচ্ছে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পরিসেবা, শিক্ষাদান এবং গবেষণার জন্য আধুনিক প্রযুক্তিতে সজ্জিত অনেক বিভাগ রয়েছে। শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয় চিকিৎসার বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম অনুশীলনে গুরত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় টারশিয়ারী স্তরের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে সাধারণ এবং বিশেষায়িত ক্লিনিক্যাল পরিসেবা সরবরাহ করে আসছে। বিশ^মানের সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যে বিগত পঞ্চান্ন বৎসরে ও ফরেনসিক মেডিসিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ চালু করা হয়নি, যার জন্য বাংলাদেশের মেডিক্যাল শিক্ষায়, কর্মে এবং দক্ষতায় ফরেনসিক মেডিসিন পরিসেবা খাদের কিনারায় পৌঁছেছে।
[৪] সাড়ে চারশত বৎসর পূর্বে ফ্রাঞ্চ প্রথম ফরেনসিক মেডিসিনকে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমে একাডেমিক ডিসিপ্লিন হিসেবে অর্ন্তভুক্ত করে। ১৭৯৪ সালে প্রথম লিগাল মেডিসিনের প্রফেশনাল চেয়ার স্থাপনের ব্যবস্থা করেন। বিগত তিনশত বৎসর পূর্বে জার্মানি প্রথম লিগাল মেডিসিনের প্রফেশনাল চেয়ার স্থাপনের ব্যবস্থা করেন। দুইশত বিশ বৎসর পূর্বে গ্রেটব্রিটেনে (১৮০৩) প্রথম ফরেনসিক মেডিসিনের প্রফেশনাল চেয়ার এডিনর্বাগ বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেন। বিগত ২০০ বৎসর পূর্বে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (১৮১৩ সনে) প্রথম ফরেনসিক মেডিসিনের প্রফেশনাল চেয়ার স্থাপন করা হয়। পরবর্তী ৭০ বৎসর এর মধ্যে প্রত্যেক মেডিকেল স্কুলে ফরেনসিক মেডিসিনের চেয়ার স্থাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ২০২১ সালে বাংলাদেশে প্রথম লিগ্যাল মেডিসিনের প্রফেশনাল চেয়ার স্থাপনের ব্যবস্থা করেন।
[৫] সম্প্রীতি (৩০.০৯.২০১৯) বিএসএমএমইউ,৭৫ তম সিন্ডিকেট সভায় ফরেনসিক মেডিসিন বিভাগ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে ০১.০৭.২০২১ তারিখে বিএসএমএমইউ ফরেনসিক মেডিসিনের প্রথম চেয়ার স্থাপন করে। বিএসএমএমইউর ফরেনসিক মেডিসিন বিভাগ মেডিকোলিগাল শিক্ষা এবং গবেষণা কার্যক্রম পরিচালনা, চিকিৎসা পেশার নৈতিক জ্ঞান, মেডিকোলিগাল পরিসেবা প্রদানে নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্বের কেন্দ্রীয় সত্তা হিসাবে বাংলাদেশের ফরেনসিক মেডিসিনের সেরা অনুশীলন, গবেষণা সহায়তায় নিয়োজিত করবেন। ফরেনসিক মেডিসিনের গুরুত্ব এবং পরিসেবা সর্ম্পকে নি¤েœ বর্ণিত কিছু আলোচনার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে উক্ত বিষয়ের বিভাগ থাকাটা যে কত জরুরি ছিল সেটা ধারণা আসবে।
[৬] ফরেনসিক মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের সর্বাধিক অগ্রগামী, চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় শাখা, তবে বাংলাদেশে এই বিশ^য়ানের যুগেও এটি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিছিয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য ফরেনসিক মেডিসিন বিশ^জুড়ে গুরুতপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। বিশ^ব্যাপী বেশির ভাগ দেশ, অপরাধ তদন্ত ও বিচার পরিচালনার সহায়তায়, মেডিকো-লিগাল কাজ সম্পাদনে আধুনিক অগ্রগতি ও প্রযুক্তি ব্যবহারের জন্য ফরেনসিক বিজ্ঞানের দক্ষতাকে উন্নতির কৌশল হিসাবে গ্রহণ করেছে। ডাক্তারেরা ফরেনসিক মেডিসিনের মাধ্যমে চিকিৎসা পেশার নৈতিকতা এবং আইনি বিষয়গুলোর শিক্ষা, দীক্ষা এবং বিশ্লেষণের জ্ঞান অর্জন করে। যার মাধ্যমে ডাক্তারেরা যেমন নীতিবান আদর্শ চিকিৎসা সেবার দৃষ্টান্ত স্থাপন করে,অবহেলা পরিহার করে, বৈধ পরিসেবা এবং আইন মোতাবেক চিকিৎসা প্রদান করার যোগ্যতা অর্জন করে। অন্যপক্ষে, প্রতিনিয়ত এই জ্ঞানের অভাবে ডাক্তারি পেশায় দুর্নাম, রোগীদের সাথে দুর্ব্যবহার, বিভিন্ন আইনি জটিলতার মোকাবেলা করতে হচ্ছে, ডাক্তার রোগীর সর্ম্পক নষ্ট হচ্ছে সামাজিক দূরত্ব এবং আস্থার অভাব দেখা যাচ্ছে।
[৭] চিকিৎসা ক্ষেত্রে নৈতিকতা এবং আইনি বিষয়গুলো : চিকিৎসা পেশা পরিচালনার সাথে অনেকগুলো আইন বিষয়ক বা সামাজিক বা নৈতিক দ্ব›দ্ব যা সাজারি চিকিৎসা, মেডিকেল পরীক্ষা বা ইন্টারভেনশনাল ডায়াগনস্টিক বা চিকিৎসা ক্ষেত্রে উদ্ভব হয়। অহরহ ইনভেসিভ ডায়াগনস্টিক পদ্ধতি ইন্টারভেনশনাল রেডিওলজি, এনজিওগ্রাম, ক্রিটিক্যাল কেয়ার, অঙ্গ প্রতিস্থাপন, ইনফর্মড কনসেন্ট, দুঃসংবাদ প্রকাশে এবং রেসাসসিটেশন পদ্ধতি ইত্যাদির মতো নতুন চিকিৎসা পদ্ধতিতে প্রচুর নৈতিক ও মেডিকো-লিগাল নিত্যনতুন সমস্যা উদ্ভব হয়। মাঝে মাঝে চিকিৎসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্রমবর্ধমান আইনি ও নৈতিক দ্ব›েদ্বর সাথে জড়িত হচ্ছে। প্রত্যেক চিকিৎসকদের স্বাস্থ্যসেবার প্রথমদিন থেকেই মেডিকো-লিগাল সমস্যা মোকাবেলা করতে হয়। সম্প্রতি স্টেকহোল্ডাররা চিকিৎসকদের নীতিগত আচরণ, আইনি প্রত্যাশা, যোগাযোগ ও আচরণের পাশাপাশি প্রতিটি অনুশাসন চিকিৎসা পাঠ্যক্রমে সমাজ প্রত্যাশানুযায়ী এবং প্রাসঙ্গিক বিষয়ে অপর্যাপ্ততা সম্বোধনে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফরেনসিক মেডিসিন, চিকিৎসা এবং মেডিকো-লিগাল অনুশীলনের সাথে সম্পর্কিত সমস্ত নৈতিক ও আইনি দিকগুলোর শিক্ষা, প্রশিক্ষণ এবং অনুশীলনের সাথে জড়িত। এছাড়া ফরেনসিক মেডিসিন সবধরনের মেডিকো-লিগাল কাজ পরিচালনা করে।
[৮] মানবধিকার সুরক্ষায় ফরেনসিক মেডিসিনের ভ‚মিকা : সমাজে অপরাধ এবং অপরাধী শনাক্তকরণে, অপরাধ তদন্তে এবং বিচার প্রার্থীর সুবিচার প্রাপ্তিতে, মানবাধিকার প্রতিষ্ঠায় এবং সংরক্ষণে, ডাক্তারি পেশায় আইন-কানুন এবং নৈতিকতা অনুশীলনে, ফরেনসিক মেডিসিন গুরত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে। [৯] প্রাকটিশনার হিসাবে ভ‚মিকা : ফৌজদারী কার্যবিধি ১৯৭৩,ধারা ৫৩ অনুসারে প্রমাণ সংরক্ষণ,আহত বা অসুস্থতার ডকুমেন্টেশন এবং তার চিকিৎসা নির্ধারনের জন্য হেফাজতে নেওয়া ব্যক্তির বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষা নির্ধারণ করে। এছাড়া মহিলাদের শারীরিক পরীক্ষা কেবলমাত্র একজন নারী নিবন্ধিত চিকিৎসক দ্বারা বা এর তত্ত¡াবধানে করা উচিত। প্রায়শই এই জাতীয় চিকিৎসা এবং পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়ন প্রয়োজন হয়।
[১০] অঙ্গদানের ভ‚মিকা: বাংলাদেশে অঙ্গদান (মৃতদেহের বা ব্্েরন ডেথ) এবং মানব অঙ্গগুলোর প্রতিস্থাপন হিউম্যান অর্গানস ট্রান্সপ্ল্যান্টেশন আইন ১৯৯৯ইং (২০১৩ সালে সংশোধিত) দ্বারা পরিচালিত হয়। এক্ষেত্রে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ সর্ম্পক, আইনি সংস্থাগুলো, অর্গান ব্যাংক এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জনদের মধ্যে সমন্বয় সাধন করে অঙ্গদানের (মৃতদেহের বা ব্্েরন ডেথ) সহায়তায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। যাই হোক মানব অঙ্গগুলোর ন্যায়সঙ্গত এবং যৌক্তিক বরাদ্ধে গুরুত্বপূর্ণ মানবাধিকার সর্ম্পকিত বিষয়গুলো যথাযথভাবে মোকাবেলা করা দরকার। এক্ষেত্রে ফরেনসিক মেডিসিনের ভ‚মিকা অপরিসীম।
[১১] মেডিকেল শিক্ষার ভ‚মিকা : বাংলাদেশে ¯œাতক এবং ¯œাতকোত্তর ফরেনসিক মেডিসিন কোর্সের পাঠ্যক্রমটিতে মানবাধিকার সর্ম্পকিত বিষয়সহ, চিকিৎসা পেশার রীতিনীতি আইন কানুন এবং মেডিকো-লিগাল কাজ অর্ন্তভুক্ত রয়েছে। ফরেনসিক মেডিসিনে যে বিষয়গুলো শেখানো হয়েছে তার মধ্যে রয়েছে চিকিৎসা প্রাকটিসের আইনি এবং নৈতিকদিক, মেডিকো-লিগাল কাজ, গ্রাহক সুরক্ষা আইন, মানব পরীক্ষা আইন, রোগীদের অধিকার, রোগীদের প্রতি চিকিৎসকের কর্তব্য, নির্যাতন (ঃড়ৎঃঁৎব), মানবাধিকার কমিশনের ঘোষণা, ডগঅ ঘোষিত রীতিনীতি, মানবাধিকার সর্ম্পকিত চিকিৎসা নীতি ও আইন অর্ন্তভুক্ত, ফরেনসিক টক্সিকোলজি, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, মৃত্যু, ক্রিমিনাল গর্ভপাত, শিশু হত্যা ও অনাহার। সুতরাং ফরেনসিক মেডিসিন মানবাধিকার সুরক্ষায়প্রত্যেক সদস্যকে সৈনিক হিসেবে প্রস্তুত করে থাকে।
[১২] গ্রাহক অধিকার সংরক্ষণের ভ‚মিকা : সমস্ত গ্রাহকরা সুরক্ষার অধিকার, অবহিত হবার, পছন্দ করার, শোনার, সমাধানের, ভোক্তা শিক্ষার এবং আশ^স্ত হবার অধিকারের অধিকারী। মেডিসিন অনুশীলনে নিরাময়ের পাশাপাশি নৈতিকতা, মেডিকো-লিগাল বা আইনি দিক সর্ম্পকিত বিষয় জড়িত, যেমন চিকিৎসক-রোগীর সর্ম্পক, ডাক্তার-ডাক্তার সর্ম্পক, চিকিৎসক-রাষ্ট্রের সর্ম্পকে ডাক্তারদের কর্তব্য, রোগীদের প্রতি বাধ্যবাধকতার পাশাপাশি ডাক্তারদের আচরণ, চিকিৎসা অবহেলা, অপব্যবহারসহ চিকিৎসার অনুশীলনের আইনি দিক ইত্যাদি। এছাড়া মেডিকেল কাউন্সিল দ্বারা নির্ধারিত আচরণ বিধি, নিবন্ধিত মেডিকেল প্রাকটিশনারদের ক্রিয়াকলাপ পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে এবং জনগণকে প্রতারক ও হাতুড়ে ডাক্তারের হাত থেকে সুরক্ষা করে। উপরোক্ত বিষয়াবলী সর্ম্পকে আগামী দিনের চিকিৎসকদের শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনে ভ‚মিকা পালন করে থাকে ফরেনসিক মেডিসিন। উপরন্তু বিচার ব্যবস্থাপনা এবং অপরাধ তদন্ত ছাড়া পারিবারিক সহিংসতা প্রতিরোধে, মানসিক রোগীদের মানবাধিকার রক্ষায়, শিশু এবং বয়স্কদের অধিকার সুরক্ষায়, লিঙ্গ ভিত্তিক বৈষম্যতা, যৌন হয়রানি বন্ধে, মানবপাচার, সামাজিক দ্বন্দ¦, রাজনৈতিক দ্বন্দ¦, জাতিগত দ্বন্দ¦ নিরসনে এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় ফরেনসিক মেডিসিন বিশেষ ভ‚মিকা পালন করে।
[১৩] ময়নাতদন্ত বা পোস্টমর্টেম বা অটোপসি কার্যক্রম পরিচালনা : ময়নাতদন্ত বা পোস্টমর্টেম বা অটোপসি মানে মৃতদেহ পরীক্ষা করা। যার মাধ্যমে জানা যায় কোনো ব্যক্তির মৃত্যুর রহস্য বা জীবিত থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া নানা অপরাধের ধরন। ময়নাতদন্ত চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘ সাধনা ও গবেষনার ফল। ময়না তদন্ত বা পোস্টমর্টেম বা অটোপসি এমন একটি শল্য চিকিৎসা পদ্ধতি যা মৃত্যুর কারণ, ধরন এবং প্রকৃতি নির্ধারণের জন্য অথবা গবেষণা বা চিকিৎসা শিক্ষামূলক উদ্দেশ্য কোনো রোগ বা আঘাতের মূল্যায়ন করার জন্য একটি বৈজ্ঞানিক এবং নির্ভুল ব্যবচ্ছেদের মাধ্যমে মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করা। ময়নাতদন্ত এমন ডাক্তার দ্বারা পরিচালিত হয় যারা মৃত্যুর প্রকৃতি ও কারণগুলো বোঝার ক্ষেত্রে বিশেষজ্ঞ, দেহের তরল বা টিস্যু পরীক্ষা করে রোগ নির্ণয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং কীভাবে কখন কেউ মারা গেছে সে সর্ম্পকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সক্ষম।
[১৪] ময়নাতদন্তের মূল লক্ষ্য হলো প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃতকারণ, মৃত্যুর ধরন, মৃত্যুকাল, মৃত্যু সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণ, বিষক্রিয়ায় মুত্যু হলে বিষের ধরন, রোগের ব্যাপ্তি চিহ্নিতকরণ বা বৈশিষ্ট নির্ধারণ, অথবা কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে স্বাস্থ্যের অবস্থা এবং প্রদত্ত নির্দিষ্ট চিকিৎসা বা শল্য চিকিৎসা কার্যকর বা উপযুক্ত ছিলো কিনা নির্ধারণ করা সহ প্রয়োজনীয় প্যাথোলজিক্যাল, কেমিক্যাল, রেডিওরজিক্যাল, সেরোলজিক্যাল প্রভৃতিসহ সব জৈবাঙ্গ পরীক্ষা করার মাধ্যমে মানুষের মৃত্যু রহস্য উদঘাটন করা। আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে, যেখানে কোন চিকিৎসক মৃত্যুর প্রত্যয়নপত্র লিখতে সক্ষম হন না বা যখন মনে করা হয় যে মৃত্যুটি কোন অস্বাভাবিক কারণে সংঘটিত, সেই সব ক্ষেত্রে ময়নাতদন্ত প্রায়শই করা হয়। সর্বোপরি চিকিৎসা বিজ্ঞানের বর্তমান উন্নতির মূলে ময়নাতদন্তই মুখ্য ভ‚মিকা পালন করে আসছে।
[১৫] ক্লিনিক্যাল অটোপসি : ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ হয় আইনি উদেশ্যে এবং শিক্ষা বা গবেষনার জন্য। একটি সন্দেহপ্রবণ বা অস্বাবাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত আইনি কর্তৃপক্ষের অধীনে করা হয় এবং সে ক্ষেত্রে মৃত ব্যাক্তির স্বজনদের সম্মতির প্রয়োজন হয় না। অন্যদিকে স্বজনদের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে গবেষণার উদ্দেশে মৃত্যুর মেডিকেল কারণ অনুসন্ধানের জন্য ক্লিনিক্যাল বা একাডেমিক ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ইতালিয়ান ডাক্তারদের ময়নাতদন্তের মাধ্যমে প্রথম পৃথিবীর সবাই জানলো, কোভিড-১৯ মহামারিতে থ্রম্বোলিজমে মৃত্যুর কথা। চিকিৎসা বিজ্ঞানের আজকের পর্যন্ত এর অবদান এবং উন্নতির পেছনে সবচেয়ে গুরত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে ক্লিনিক্যাল অটোপসি। রোগ নির্ণয়, নির্ণয়কৃত রোগের স্বীকৃতি/নতুন প্যাথলজির অন্বেষণ মৃতদেহের ক্লিনিক্যাল অটোপসির নিশ্চয়তার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানীরা জানতে পেরেছেন। আধুনিক উন্নতর প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্ন্তভক্তি রোগ নির্ণয় সহজতর করেছে, তবুও ক্লিনিক্যাল অটোপসির অবদান এখন পর্যন্ত কোনো মহল অস্বীকার করতে পারছে না।
[১৬] ক্লিনিক্যাল এবং মেডিকোলিগাল সার্ভিস : ফরেনসিক মেডিসিন বিভাগ মেডিকো-লিগাল পরিসেবা সম্পন্ন করে, জনসাধারণ পেয়ে থাকে, প্রয়োজনীয় পরিসেবাগুলো যেমন ময়নাতদন্ত সহ অন্যান্য মেডিকো-লিগাল কাজ, বিষ নির্ণয় ও চিকিৎসা,ডিএনএ-র প্রোফাইল দ্বারা পারিবারিক সম্পর্কের নির্ধারণ (পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণ, ভাই বোনসহ পারিবারিক সম্পর্ক নির্ধারণ) এবং পরিচিতি নির্ধারণ করা সম্ভব হবে। এছাড়া ও মৃত্যুর নিরীক্ষণ এবং স্বাস্থ্যসেবা বিতরণ এবং গবেষণার ক্ষেত্রে আরো উন্নততর কৌশল গ্রহণের জন্য মৃত্যুর কারণগুলোর র্ভাচুয়াল ময়নাতদন্তের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখা সমৃদ্ধ হবে। অবশেষে বিভাগটি মেডিকো-লিগাল দিক তদারকির জন্য দেশের একটি সুপার স্পেশালাইজড মেডিকো-লিগাল শাখা হিসেবে মেডিকো-লিগাল পরিসেবা ও শিক্ষার ব্যবস্থা করবে।
[১৭] ক্রিমিনোলজি এবং আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ফরেনসিক মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের দ্রæত বিকাশকারী গুরত্বপূর্ণ শাখায় পরিণত হয়েছে। বাংলাদেশের বাইরের দেশগুলো এটি উপলদ্ধি করে এই অনুশাসনে তাদের মানবসম্পদ বিকাশের দিকে ফরেনসিক মেডিসিনের শিক্ষণ এবং প্রশিক্ষণের উন্নতির সাথে পরিমাণগত এবং গুণগত পরিবর্তন এনেছে। বাংলাদেশে বেসরকারি এবং পাবলিক উভয় মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনে যথাযথ যোগ্যতাসম্পন্ন পেশাদার বিশেষজ্ঞের পাশাপাশি শিক্ষকদের গুরতর ঘাটতি রয়েছে। ফরেনসিক মেডিসিন চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকো-লিগাল সমস্যার সাথে সর্ম্পকিত নৈতিক ও আইনি দিকগুলোর শিক্ষাদান, শেখার এবং অনুশীলনের সাথে জড়িত। মেডিকো-লিগাল দিক বিবেচনা করে ফরেনসিক মেডিসিন বিভাগ মেডিকেল কারিকুলাম পরিকল্পনা করার উপযুক্ত সংস্থা হবে এবং মেডিকো-লিগাল সমস্যাগুলোর সমাধানের জন্য সর্বোচ্চ সংস্থার প্রতিনিধিত্ব করবে। একটি সুপ্রিম মেডিকেল বিশ^বিদ্যালয় হিসাবে দেশের জন্য বিএসএমএমইউর অন্যতম জাতীয় প্রতিশ্রæতি হিসাবে প্রয়োজনীয় এবং দক্ষ মেডিকো-লিগাল পরিসেবাগুলো সরবরাহ করবে। এছাড়া মৃত্যুর নিরীক্ষণ এবং স্বাস্থ্যসেবা বিতরণ গবেষণার ক্ষেত্রে আরো কৌশল গ্রহণের জন্য রোগীর মৃত্যুর কারণগুলো নির্ণয়ে, ভার্চুয়াল মৃত্যুর ময়নাতদন্তের মাধ্যমে অন্যান্য শাখা সমৃদ্ধি হবে।
[১৭] ফরেনসিক মেডিসিন চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল এবং মেডিকো-লিগাল কাজের অনুশীলনের রীতিনীতি ও আইন-কানুন বিষয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার সাথে মেডিকো-লিগাল কার্যক্রম পরিচালনা করে এবং গবেষণায় ভ‚মিকা রাখবে। আগামী দিনে চিকিৎসা পেশায় আইনি দিক (আইন-কানুন) চিকিৎসা পেশার রীতিনীতির মেডিকেল ইথিক্স এবং মেডিকো-লিগাল কার্যক্রমে শিক্ষা গবেষণা নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং অপরাধ দমনে মূখ্য ভ‚মিকা রাখবে। বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলিত ফরেনসিক মেডিসিনকে আধুনিকায়ন করতে হলে বিশ^মানের উন্নত প্রযুক্তি সংযুক্ত করা একান্ত প্রয়োজন। সুতরাং এ বিষয়ে উন্নত গবেষণা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে অবিলম্বে ফরেনসিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। লেখক: ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
