
ঘুরে দাঁড়াচ্ছে ঝালকাঠি বিসিক শিল্পনগরী
অর্থনীতি ডেস্ক : বদলে যেতে শুরু করেছে ঝালকাঠি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরীর পরিবেশ। ক্ষুদ্র শিল্প নির্মাণে এগিয়ে আসছেন নতুন উদ্যোক্তারা। এতে কর্মসংস্থান হচ্ছে অসংখ্য বেকারের। প্রাচীণ বাণিজ্যিক বন্দর ঝালকাঠি। এক সময় এখানে আড়দ্দারী ব্যবসা ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঝিমিয়ে পড়েছিল। তবে বিসিক শিল্পনগরী স্থাপনের পর উদ্যোক্তারা বিভিন্ন শিল্পের কলকারখানা স্থাপনে এগিয়ে আসছেন। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর এর গতি বেড়েছে কয়েকগুণ। এদিকে ফেলে দেয়া প্লাস্টিককে রিসাইকেলিংয়ের মাধ্যমে সুতোর কারখানা, সষিরার তেল, ফার্নিচার, পরিবেশ বান্ধব ইটসহ বর্তমানে বেশ কয়েকটি কারখানা চালু হয়েছে বিসিকে। এতে সৃষ্টি হয়েছে দুই শতাধিক মানুষের কর্মসংস্থান। এ ছাড়া লবণ, প্লাস্টিক পাইপসহ আরও ৪০টি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের কাজ চলছে। ফলে উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ মিলছে স্থানীয় সাধারণ মানুষের। ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক বলেন, পায়রা বন্দর ও পদ্মা সেতুকে ঘিরে ঝালকাঠির এ শিল্পনগরী একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। খুব শিগগিরই এই শিল্পনগরীতে সব শিল্প কল কারখানা চালু হতে যাচ্ছে। ২০১৮ সালে ১১ একর জমির ওপর যাত্রা শুরু করা ঝালকাঠি শিল্প নগরীতে মোট ৭৯টি প্লট রয়েছে। এরমধ্যে ৫০টি প্লট উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। সূত্র : সময়টিভি অনলাইন
