এস.ইসলাম জয় : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের পরিচালক (পিডি) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, ১ লাখ ১০ হাজার ইভিএম ভোটের জন্য প্রস্তুত রাখা আছে। যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৪০ হাজার ইভিএমে ত্রæটি পাওয়া গেছে।
আর বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইভিএম নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, ত্রæটিপূর্ণ ইভিএমগুলো মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। অর্থ সংকটে নতুন ইভিএম কেনার প্রকল্প অনুমোদন হয়নি। ফলে মজুত থাকা ইভিএমের উপরই নির্ভর করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। যে পরিমাণ ইভিএম মজুত আছে, এর মধ্যে কতগুলো এখন ব্যবহারযোগ্য আর কতগুলো মেরামত করতে হবে সে হিসাব আমরা করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে মজুত থাকা ৭০ হাজার এবং অন্যান্য গোডাউনে থাকা ৪০ হাজারসহ মোট ১ লাখ ১০ হাজার ইভিএম এখন ভোটের জন্য সচল রয়েছে। বিভিন্ন সময় ভোটের পর সঠিকভাবে সংরক্ষণ না করাসহ অযতœ, অবহেলায় ত্রæটিপূর্ণ ইভিএমগুলো অকেজো হয়ে গেছে।
উল্লেখ্য, গত ৪ মাস ধরে টানা কিউসি করে ৪০ হাজার ইভিএমে ত্রæটি পেয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে পরে ১০টি আঞ্চলিক কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলার ৪০টিরও বেশি অস্থায়ী গুদামে ইভিএমগুলো সংরক্ষণ করা আছে। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে অনেক ইভিএমই এখন ত্রæটিপূর্ণ।