• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

অমৃত কথা

ঢাকায় চালু হলো লেবানন ভিসা কেন্দ্র

প্রকাশের সময় : February 13, 2023, 10:23 pm

আপডেট সময় : February 13, 2023 at 10:23 pm

তানভীর সরকার : ঢাকায় চালু হয়েছে লেবাননের ভিসার আবেদন কেন্দ্র। ডিইউ ডিজিটাল গ্লোবাল এবং রাইজিং গ্লোবালের অংশীদারিত্বে এই লেবানন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। লেবানন দূতাবাসের সহযোগিতায় নামমাত্র মূল্যে নথি প্রেরণের জন্য ঝামেলামুক্ত পরিষেবা দেওয়া হবে এ কেন্দ্রে।
রাজধানীর গুলশান সার্কেল-২ এর পিবিএল টাওয়ারের ১৩ তলায় অবস্থিত নতুন লেবানন ভিসা আবেদন কেন্দ্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। নতুন ভিসা আবেদন কেন্দ্রে দুইটি কাউন্টার রয়েছে, যা সমস্ত ভিসা বিভাগে কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কেন্দ্র সাধারণ মূল্যে ভিসা ফর্ম, ফটোকপিয়ার পরিষেবা, ব্যক্তিগত লাউঞ্জ এবং কুরিয়ার পরিষেবাগুলো পূরণ করার জন্য আবেদনকারীদের বিনামূল্যে ওয়াই-ফাই এবং সহায়তা ডেস্ক সরবরাহ করবে। ডিইউ ডিজিটাল গেøাবাল দ্বারা পরিচালিত নতুন ভিসা কেন্দ্রটি সারা বাংলাদেশে ভ্রমণকারীদের ভিসার অভিজ্ঞতা সহজ করবে। এর আগে লেবাননের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য ভারতে যেতে হত। বাংলাদেশ ছাড়াও ডিইউ ডিজিটাল গেøাবালের সেবা শ্রীলঙ্কা, নেপাল এবং ভারতে রয়েছে। গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার প্রতিশ্রæতির উদ্দেশে রাইজিং গেøাবালের সিইও ভরত রাই বলেন, আমরা আশা করি নতুন সুবিধাটি খোলার সাথে সাথেই অনেক বেশি পরিমাণে ভিসা প্রসেস করব এবং লেবাননে পর্যটন বৃদ্ধি করব। সূত্র : ঢাকাপোস্ট

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)