• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণ, আহত ৮

প্রকাশের সময় : February 17, 2023, 12:05 am

আপডেট সময় : February 17, 2023 at 12:05 am

সিনথিয়া চিছাম : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার বলিরহাট এলাকার আব্দুর রব সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আশপাশের আরও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ আট জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, গ্যাসলাইনে লিকেজের কারণে সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে। যদিও প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, বুধবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের খবর দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার কারণ হিসেবে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি গ্যাসলাইন লিক হয়েছিল। এসব গ্যাস জমে একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিস্ফোরণ হয়েছে। এতে পাশে থাকা আরও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার কারণ তদন্ত শেষে জানা যাবে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের নালা দিয়ে বিভিন্ন বাসায় গ্যাসলাইন গেছে। গ্যাসলাইনে লিকেজের কারণে বিস্ফোরণে নারী-শিশুসহ আট জন আহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত রয়েছে। সূত্র : ঢাকাপোস্ট

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)