আমিনুল ইসলাম : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক (উপসচিব) নেপাল চন্দ্র কর্মকারকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব শাহীন আরা বেগম। এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তা অদ্যাবধি বদলিকৃত কর্মস্থলে যোগদান না করায় তিনি আগামী ২৮ ফেব্রæয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ২৮ ফেব্রæয়ারি বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্টান্ড রিলিস) বলে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।