• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

খুব একটা বিয়ার পান করেন না
হাইনিকেন শেয়ার কিনেছেন বিল গেটস

প্রকাশের সময় : February 23, 2023, 11:55 pm

আপডেট সময় : February 23, 2023 at 11:55 pm

মাসুদ মিয়া: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী বিল গেটস একবার বলেছিলেন, তিনি ‘খুব একটা বিয়ার পান করেন না’ তবে এবার তিনি একটি বিয়ার কোম্পানির শেয়ার কিনেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম বড় বিয়ার কোম্পানি হাইনিকেন হোল্ডিং এনভির ৩ দশমিক ৭৬ শতাংশ শেয়ারের মালিক এখন বিল গেটস। নেদারল্যান্ডসের আর্থিক বাজার কর্তৃপক্ষের দেওয়া তথ্যে দেখা যায়, বিল গেটস শেয়ারগুলো কিনেছেন ১৭ ফেব্রæয়ারি। হাইনিকেন বিয়ার যে কারখানায় বানানো হয়, তার বেশির ভাগ শেয়ারের মালিক হাইনিকেন হোল্ডিং। গেটস শেয়ারগুলো কিনেছেন মেক্সিকোর কোম্পানি ফেমসার কাছ থেকে। একই দিনে প্রকাশিত অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে, ফেমসা তাদের হাতে থাকা হাইনিকেন হোল্ডিংয়ের ১ কোটি ৮০ লাখ শেয়ারের সব কটিই বিক্রি করে দিয়েছে। এসব শেয়ারের মধ্যে গেটস কিনেছেন ১ কোটি ৮ লাখ শেয়ার, যার দাম বর্তমান বাজারমূল্যে ৮৮ কাোটি ৩০ লাখ ইউরো বা প্রায় ৯৪ কোটি মার্কিন ডলার।
২০১৮ সালে রেডিটের ‘যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করুন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গেটস বলেছিলেন, তিনি ‘খুব একটা বিয়ার পান করেন না। বিল গেটস তখন আরও বলেন, ‘ধরুন, বেসবলের মতো কোনো খেলার শেষে আমি হয়তো হালকা বিয়ার পান করি। তা–ও করি সবাই যে আনন্দ করে, তাদের সঙ্গ দেওয়ার জন্য। যাঁরা সত্যিই বিয়ার খুব পছন্দ করেন, তাঁদের কাছে দুঃখই প্রকাশ করছি।’ শেয়ার কেনার বিষয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই শতকোটিপতি ও তার সাবেক স্ত্রী এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রথম আলো

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)