• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

ক্যাম্পাসে ফিরেছেন ফুলপরী পছন্দ করেছেন বঙ্গমাতা হলে

প্রকাশের সময় : March 5, 2023, 11:22 am

আপডেট সময় : March 5, 2023 at 11:22 am

মোস্তাক ইমন : পছন্দের হল বাছাই করতে ক্যাম্পাসে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকার ইচ্ছা পোষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে ওই হলের ৫০১ নম্বর কক্ষে আবাসিকতা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান ও সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলপরী বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। বঙ্গমাতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান জানান, ফুলপরী তার বাবা ও ভাইকে নিয়ে এসেছিলেন। তিনি যেহেতু এই হল পছন্দ করেছেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে ৫ম তলায় পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করেছি। ফুলপরী চাইলে এখন থেকেই হলে থাকতে পারবেন।
তবে ফুলপরী শনিবার হলে ওঠেননি, বাড়িতে ফিরে গেছেন। শিগগিরই হলে উঠবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে বুধবার উচ্চ আদালতের বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের বেঞ্চ ভুক্তভোগী যে হলে থাকতে চান সে হলে তাকে আবাসিকতা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)