• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

মিনি কলাম

যমুনা নদী ছোট করার প্রকল্প এবং ‘জেকে ১৯৭১’

প্রকাশের সময় : March 14, 2023, 11:07 pm

আপডেট সময় : March 14, 2023 at 11:07 pm

মিরাজুল ইসলাম

খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, গত তেরো মাস দেশে না থাকার কারণে অদ্ভ‚ত সব ঘটনা ঘটছে। কয়টা আর বলবো? রাজনৈতিক ঘটনাগুলো আপাতত বাদই দিলাম। দুটি বিষয় নিয়ে বলি। প্রথমটি নদী নিয়ে। যেহেতু আমরা নদীমাতৃক দেশ। পত্রিকা মারফত জানলাম, যমুনা নদী নাকি রাষ্ট্রীয়ভাবে ভরাট করে ছোট করে ফেলা হবে! এজন্য এগারোশো কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। ওদিকে বিশ^ব্যাংক এমন অবাস্তব প্রকল্পে টাকা ঢালার জন্য বসে আছে। তারাও জানে ধার-দেনা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটি পহেলা সারির বেকুব এবং লোভী রাষ্ট্র। প্রকল্প ছাড়া যেহেতু বড় অংকের অর্থের চালান আসে না, তাই এখন শক্তিমান যমুনাকে টার্গেট করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে বর্ষা মৌসুমে হিমালয় থেকে সৃষ্টি হওয়া এই নদী ভাটির দিতে এতো বড় হয়ে যায়Ñ কোথাও কোথাও বিশ কিলোমিটার প্রশস্ততা ছাড়ায়। তাই সেখানে নদীকে শাসন করে পুরো ছয় কিলোমিটারে আটকে দেওয়া হবে।

খালি চোখে মনে হতে পারে, বিশাল সায়েন্স। কিন্তু নদীটির অপমৃত্যু ছাড়াও পরিবেশের দীর্ধমেয়াদী বিপর্যয়ের ব্যাপারে কোনো জরিপ ছাড়াই এই প্রকল্প বাস্তবায়নে আদা-জল খেয়ে নেমেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের লোকজন। তবে দেশে এখনো সুস্থ মাথার মানুষের অভাব হয়নি। খোদ সরকারের পক্ষ থেকে অনেকে এই প্রকল্পের বিরোধিতা করে একে চরম নির্বুদ্ধিতা আখ্যা দিয়েছেন বলে মিডিয়া মারফত জানা গেছে। বাংলাদেশের নামকরা পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বিবৃতি দিয়ে বলেছেন, এটি একটি অবাস্তব প্রকল্প। আশা করি যমুনা নদী অবশেষে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) রাক্ষসের হাত থেকে নিস্তার পাবে। বোঝা যায়, সুযোগ পেলে পৌরাণিক গল্পের মতো পুরো নদীটাই তারা গিলে ফেলবে। নদী ধর্ষণের কথা নাইবা বলি। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে চুপিসারে, বুদ্ধিবৃত্তিক বলয়ে।

কবি, চলচ্চিত্র কর্মী অনুজ অমিত মল্লিকের লেখা মৌলিক চিত্রনাট্য থেকে সিনেমা বানিয়ে নিজের নামে মুক্তি দিলেন ফাখরুল আরেফিন। মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে বানানো সিনেমাটির নাম ‘জেকে ১৯৭১’। অমিত মল্লিক মিডিয়াতে প্রমাণ দিয়ে দেখিয়েছেন, ২০১৮ সালেই এই গল্পের চিত্রনাট্যে কপিরাইট করেছেন ও সেই চিত্রনাট্য ২০১৭ সালের ৩০ ডিসেম্বর ফাখরুল আরেফিন খানকে ইমেইলে পাঠিয়েছিলেন। এরপর কী সুন্দর ভাবে অমিতের লেখা গল্প নিজের নামে সিনেমা বানিয়ে হুলুস্থুল কাÐ ঘটিয়ে ফেললেন পরিচালক ফা আরেফিন। সেই কবে সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট ধার করে স্পিলবার্গ ‘ইটি’ নির্মাণ করেছিলেন। হলিউড ঠিকই জানতো সত্যজিৎ’কে ঠকানো হয়েছে। পরবর্তী সময়ে তাঁকে অস্কার দিয়ে ঋণ শোধ না করলেও সত্যজিৎ ছোট হতেন না।

এখন কি অমিতকেও সত্যজিৎ রায়ের মতো হতে হবে? ‘জেকে ১৯৭১’ সিনেমার সংশ্লিষ্ট টিম বনাম অমিত মল্লিক আইনি লড়াই কি বাংলাদেশে সম্ভব? এটা কি একধরনের প্রবল মানসিক চাপ নয়? কী মুশকিলের কথা। ডিজিটাল যুগেও এমন চৌর্যবৃত্তি সম্ভব? প্লেজারিজম নিয়ে ইদানীং বাংলাদেশে কতো কিছুই না হলো। লেখক জাফর ইকবালকেও এই জাতি ছাড় দেয়নি। সেখানে অমিত মল্লিকের কাছ থেকে ধার করে/চুরি করে ফাখরুল আরেফিন মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে যে ছবিটি বানালেন, তার সঠিক তদন্ত কি কোনোদিনই হবে না? যে যেমন খুশি অন্যের মেধা-শ্রম গিলে খাবে? লেখক ও চিকিৎসক

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)