
সায়েন্সল্যাবে বিস্ফোরণে দগ্ধ আশার মৃত্যু
মাসুদ আলম : রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪। মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, আশা লাইফ সাপোর্টে ছিলেন।
নিহতের চাচাতো ভাই শাহজালাল বাবুল বলেন, আশা ভবনটির তৃতীয় তলায় ফিনিক্স ইন্স্যুরেন্সে কর্মী ছিলেন। সেখানে তিন মাস ধরে কাজ করছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি পরিবারের সঙ্গে জিগাতলা এলাকায় থাকতেন।
৫ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
