• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

অমৃত কথা

সায়েন্সল্যাবে বিস্ফোরণে দগ্ধ আশার মৃত্যু

প্রকাশের সময় : March 14, 2023, 11:13 pm

আপডেট সময় : March 14, 2023 at 11:13 pm

 

মাসুদ আলম : রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪। মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, আশা লাইফ সাপোর্টে ছিলেন।
নিহতের চাচাতো ভাই শাহজালাল বাবুল বলেন, আশা ভবনটির তৃতীয় তলায় ফিনিক্স ইন্স্যুরেন্সে কর্মী ছিলেন। সেখানে তিন মাস ধরে কাজ করছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি পরিবারের সঙ্গে জিগাতলা এলাকায় থাকতেন।
৫ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)