
পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিংসহ ক্রয় কমিটিতে পাঁচ প্রস্তাব অনুমোদন

সোহেল রহমান : পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিং বা খননের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গৃহীত প্রকল্পের আওতায় ড্রেজিং-এর চারটি পৃথক প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ৪৪৭ কোটি টাকা। বুধবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে এক ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) কর্তৃক বাস্তবায়নাধীন পুরাতন বহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিং বা খননের পূর্ত কাজের চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিং প্রকল্পের প্যাকেজ-৩-এর লট-১-এর ড্রেজিং-এর পূর্ত কাজটি করবে এসএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। এতে ব্যয় হবে ৬১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকা।
একই প্রকল্পের প্যাকেজ-৪-এর লট-২-এর ড্রেজিং-এর পূর্ত কাজটি করবে যৌথভাবে ‘স্প্রেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডৎ এবং ‘ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’। এতে ব্যয় হবে ৯৮ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার টাকা।
প্যাকেজ-৪-এর লট-৩-এর ড্রেজিং-এর পূর্ত কাজটি করবে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া প্যাকেজ-৪-এর লট-৪-এর পূর্ত কাজটি করবে যৌথভাবে সোনালী ও এনডিই। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা।
তিনি জানান, এছাড়া বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এর বহিঃসীমা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড হতে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের একটি দর সংশোধনের (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত প্রস্তাবে ব্যয় কমছে ১৯ হাজার ৮৩ টাকা। সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ১১০ কোটি ৭৩ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে ৩য় ও ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। চলতি মাসেই সরাসরি কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রায় ৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে বলে জানা যায়। আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে ৫৭ হাজার ৭৩৭টি গৃহ হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৯৬৭টি গৃহ হস্তান্তর করা হয়েছে।
