• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

কোরবানীতে এখন আর বিদেশী গরুর প্রয়োজন হয় না : প্রানিসম্পদ মন্ত্রী

প্রকাশের সময় : March 15, 2023, 10:53 pm

আপডেট সময় : March 15, 2023 at 10:53 pm

মো. আখতারুজ্জামান : মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, কোরবানীর পশুর জন্য এখন আর বিদেশী গরুর প্রয়োজন হয় না। দেশে উৎপাদিত গরু এতই বেড়েছে যে দেশীয় পশুর ১০ ভাগের ১ ভাগও কোরবানীতে বিক্রী হয় না। খবর বাসস
শ. ম রেজাউল গতকাল বুধবার জেলার নাজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলের উদ্যোগে আয়োজিত প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব চন্দ্র দাসের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার এবং নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু।
শ. ম রেজাউল বলেন, আমাদের উৎপাদিত মাছ পৃথিবীর ৫২টা দেশে এবং প্রাণিসম্পদের মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী হয়। কোরবানী এলে আগে ভারতের গরুর উপর নির্ভর করতে হত। আর এখন এ নির্ভরতা সম্পূর্ণ কেটে গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। আমরা ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, দুধে কাছাকাছি পৌঁছে গেছি। যারা শিক্ষিত বেকার চাকুরির পিছনে ঘুরেন, তার যদি ১০টি ছাগল থাকে, ৫টি গাভী থাকে এবং সেখান থেকে গাভীর বাচ্চা হয়, দুধ হয় সেখান থেকে যে আর্থিক সচ্ছলতা আসে তার কিন্তু চাকুরির পিছনে ছুটতে হয় না। তারই উৎপাদিত সামগ্রী নিয়ে যখন বাজারে যায়, গরুর ফার্ম থাকে সে থেকে যদি একটি গরু বিক্রি করে সে থেকেই নিজেই সাবলম্বি হওয়া যায়। আর মাছ মাংস দুধ ডিম খেলে শরীরের যে পুষ্টির চাহিদা দরকার সে চাহিদা মিটানো সম্ভব। সরকার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আহবানে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন আমি চাই তাদের একজনও যেন অস্বচ্ছল না থাকে। তাদের বিপদে আপদে সরকার পাশে আছে। বর্তমান সরকার বীর নিবাস করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে। তাদের সামাজিক অন্যান্য সম্মান বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকার যতকাল থাকবে মুক্তিযোদ্ধাদের সম্মান ও তাদের পরিবারের সুযোগ সুবিধা বাড়বে। পরে তিনি প্রদর্শনীর বিভন্ন স্টল ঘুরে ঘরে দেখেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারের গাভী, বলদ, ছাগল, হাঁস-মুরগীসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্টল দেখতে শতশত মানুষে ভিড় করে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)