• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

প্রকাশের সময় : March 16, 2023, 10:52 pm

আপডেট সময় : March 16, 2023 at 10:52 pm

শহীদুল ইসলাম : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধরের ঘটনাকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি দেখা হবে বলে জানান। বৃহস্পতিবার তিনি ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সঙ্গে ফোনালাপে দুঃখ প্রকাশ করেছেন। এর আগে সুপ্রিম কোট ল’ রিপোর্টার্স ফোরামে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, এ ঘটনায় মর্মাহত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সুপ্রিম কোর্ট পবিত্র জায়গা। এখানে অপ্রীতিকর কিছু ঘটবে তা কেউ আশা করেনি। হারুণ আরও বলেন, বুধবারের ঘটনায় আমরা দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পুরোপুরি অনিচ্ছাকৃত। ভবিষ্যতে এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়টে সেজন্য পুলিশ সচেষ্ট থাকবে বলে জানান হারুন। সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে কথা বলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলোচনায় সাংবাদিক নেতারা রমনা জোনের এডিসি হারুন অর রশীদকে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে আরও সতর্ক থাকার অনুরোধ জানান।
এডিসি হারুন বিভিন্ন সময়ে সাংবাদিকদের মারধর, হেনস্তা করার কথা উল্লেখ করে তাকে এ ধরনের কর্মকাÐ থেকে বিরত রাখার অনুরোধ জানান। ডিবি প্রধান এ বিষয়টি দেখবেন বলে জানান। তিনি আরও বলেন, বুধবার দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। সারাদিন পুলিশকে তা হ্যান্ডেল করতে হয়েছে। এতে পুলিশসহ সাংবাদিক ভাইয়েরাও আহত হয়েছেন।
ভবিষ্যতে আমরা সাবধান হবো। আজ সুন্দর সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে দাবি করে হারুন বলেন, পোশাকে ছাড়াও আমরা এখানে সাদা পোশাকে কাজ করছি। আমি মনে করি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে। সাংবাদিক-পুলিশ একসঙ্গে কাজ করবো।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)