• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

ইইএফ তহবিলের ১ হাজার ১৩৬ কোটি টাকা আদায়ের সম্ভাবনা নেই

প্রকাশের সময় : March 16, 2023, 10:52 pm

আপডেট সময় : March 16, 2023 at 10:52 pm

সোহেল রহমান : ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ফান্ড (ইইএফ) থেকে প্রদত্ত ঋণের ১ হাজার ১৩৬ কোটি টাকা আদায়ের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ব্যাংক ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়-এর (সিএজি) এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। [সূত্র: দেশ-রূপান্তর]
জানা যায়, ২০০১ সালে ইইএফ গঠনের পর গত প্রায় দুই যুগে ১ হাজার ৪৫টি প্রকল্পে ১ হাজার ৬২৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু এরমধ্যে মাত্র ৪৯৩ কোটি টাকা আদায় হয়েছে। এসব ঋণগ্রহীতার অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সুদবিহীন কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য গঠিত ইইএফ তহবিলের অর্থ পেতে অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া কাগজপত্র ও বেনামি ঠিকানা ব্যবহার করা হয়েছে। অনেক প্রকল্পের আয়-ব্যয়ের তথ্যও নেই। বারবার নোটিস দিলেও সাড়া নেই উদ্যোক্তাদের। এ কারণে বলা হয়েছে, প্রকল্পের প্রাথমিক কাজ বাস্তবায়ন না করেই গ্রাহকের অনুক‚লে অর্থ ছাড় করা হয়েছে।
এছাড়া প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। এমনকি আমদানিকৃত যন্ত্রপাতির প্রকৃত দাম ও মান নিরূপণ করা হয়নি। বিনিয়োগকৃত জমির মান যাচাই না করে ভুয়া ডকুমেন্টের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। এই ফান্ডের টাকা নিয়ে অন্য প্রকল্পে ব্যবহারের প্রমাণও মিলেছে। তাছাড়া প্রকল্পের নামে ব্যাংকে ঋণ থাকা সত্তে¡ও আবার অর্থ দেয়া হয়েছে।
প্রসঙ্গত: সম্ভাবনাময় ও প্রতিশ্রæতিশীল অথচ ঝুঁকিপূর্ণ বিবেচিত সফটওয়্যার শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে উদ্যোক্তা সম-মূলধন সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০১ সালে ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ফান্ড (ইইএফ) গঠন করা হয়। উদ্দেশ্য ছিল এই তহবিলের মাধ্যমে দেশের শিক্ষিত ও কর্মক্ষম যুব শ্রেণির কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন। বিধি অনুযায়ী বিতরণকৃত অর্থ ৮ বছর পরেই সরকারি কোষাগারে ফেরত যাবে। কিন্তু ২০ বছরে সিংহভাগ অর্থ অনাদায়ী রয়েছে। এমনকি বিতরণকৃত অর্থ আদায়ে আদালতে মামলার সুযোগও পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক কিংবা ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ’ (আইসিবি)। সম-মূলধন সরবরাহের বিপরীতে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার সরকারের নামে বরাদ্দ দিতে হয়, যা একটি নির্দিষ্ট সময় পর অর্থ ফেরত দিয়ে সরকারি অংশের শেয়ার ফেরত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মূলধন আত্মসাতের পর অস্তিত্বহীন ও বেনামি কোম্পানিগুলো সরকারি অংশের শেয়ারগুলো আর ফেরত নেয়নি। মূল্যহীন কাগুজে এসব শেয়ার নিয়ে এখন বিপাকে পড়েছে আইসিবি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)