• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

প্রকাশের সময় : March 17, 2023, 8:45 pm

আপডেট সময় : March 17, 2023 at 8:45 pm

বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নীতিতে বিশ্বাসী : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নীতিতে বাংলাদেশ বিশ্বাসী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। এছাড়া বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ৪৯তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সে (সিএফএম) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌরতানিয়ায় সংযমতা : নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি’ আলোচ্য বিষয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে ড. মোমেন বাংলাদেশের অর্থনীতির বিচক্ষণ পদক্ষেপের ওপর আলোকপাত করেন। তিনি সহনশীলতার অভাব এবং ইসলামফোবিয়ার উত্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সদস্য রাষ্ট্র এবং নেতাদের সক্রিয় ভ‚মিকা নেওয়ার ওপর জোর দেন।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টির আহŸান জানান তিনি।
সম্মেলনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ৪৯তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ব্যুরোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মনোনীত প্রার্থী শীপা হাফিজা ইরান-তুর্কিয়ের সঙ্গে এশিয়া গ্রæপ থেকে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) নির্বাচনে জয়ী হয়েছেন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)