
দুপুরে কারাগারে বিকালে জামিন পেলেন মাহি

নিজস্ব প্রতিবেদক : কারাগারে যাওয়ার পৌনে ৪ ঘণ্টা পর দুই মামলাতেই জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন মাহির জামিন আবেদন মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি মামলাতেই শুনানির পর আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। মাহির আইনজীবী কামরুল হাসান বলেন, ‘মহিলা, সাত মাসের অন্তঃসত্ত¡া ও খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী বিবেচনায় আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। মাহি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন বলেও মন্তব্য করেন এই আইনজীবী।’ মাহি ও রকিবকে নিয়ে যা বললেন জিএমপি কমিশনারমাহি ও রকিবকে নিয়ে যা বললেন জিএমপি কমিশনার। মাহির আইনজীবী বলেন, প্রথমে মাহিকে আদালতে নেওয়া হলে পুলিশের তাড়াহুড়োতে আমরা আদালতে শুনানি হয়নি। পরে ফের শুনানির আবেদন করলে বিচারক মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। চিত্রনায়িকা মাহিয়া মাহির রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত চিত্রনায়িকা মাহিয়া মাহির রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত এর আগে গতকাল শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁর স্বামী রকিব সরকার পলাতক।
এরপর মাহির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক মো. ইকবাল হোসেন। এরপর তাঁকে কারাগারে নেওয়া হয়। এর প্রায় পৌনে ৪ ঘণ্টা পরই দুই মামলায় জামিন পান মাহি।
