
লোকসানে ১৪ খাতের বিনিয়োগকারীরা
আমিনুল ইসলাম : দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১২-১৬ ২০ খাতের মধ্যে ১৪ খাতের শেয়ার দর কমেছে। দর কমায় এই ১৪ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৬ দশমিক ৬ শতাংশ দর কমেছে। এরপরে কাগজ খাতে ৪ দশমিক ৩১ শতাংশ এবং আইটি খাতে ৩ দশমিক ৫৬ শতাংশ করে দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- সিরমিক খাতে ১ দশমিক ৪৮ শতাংশ, খাদ্য খাতে ০ দশমিক ১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ০ দশমিক ২ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৪৯ শতাংশ, জীবন বীমা খাতে ৩ দশমিক ২ শতাংশ, বিবিধ খাতে ০ দশমিক ৬৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০ দশমিক ১৮ শতাংশ, ফার্মা খাতে ০ দশমিক ৫১ শতাংশ, সেবা-আবাসন খাতে ০ দশমিক ৪ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ৩ দমমিক ৮১ শতাংশ দর কমেছে।
