
বাংলাদেশের চোর ডাকাতদের আরেকটি স্বর্গরাজ্য দুবাই

আনু মুহাম্মদ: দুবাই এখন বাংলাদেশের বড় বড় চোর ডাকাতের আরেকটি স্বর্গরাজ্য। যাদের সামনে দেখা যায় এবং যাদের ‘সাফল্য’ দেখে সবাই বিস্ময়ে বাকহারা হয়ে যান তাদের পেছনে খুব চেনা জানা লোকজনই থাকে।
সর্বশেষ সংবাদপত্রে ফাঁস হওয়া, খুনের অভিযোগে অভিযুক্ত, বিশাল সম্পদের মালিক, বিভিন্ন দেশের পাসপোর্টধারী ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে। অনেকেই বলছেন তার সাথে সাবেক বড় পুলিশ কর্মকর্তার যোগ আছে, কিন্তু কেউ নাম বলতে পারছেন না, বললে নাকি ‘চাকরি থাকবে না’। এদিকে র্যাব ও পুলিশের সাবেক কর্মকর্তা, বহুল আলোচিত বোট ক্লাবের কর্তা, বেনজীর আহমদ আগ বাড়িয়ে বলেছেন তিনি এই লোককে একদমই চেনেন না। কেন চেনেন না? পদে থাকাকালে তাহলে তার কাজ কী ছিল? এই ‘না চেনার’ কারণেই তো এসব খুনি লুটেরারা স্বচ্ছন্দে পার হয়ে যায়। এই ভদ্রলোক যেসব দায়িত্বে ছিলেন তাতে এরকম দুর্বৃত্তকে যে তিনি ‘চেনেন না’ সেটাই তো বড় অপরাধ!
