
ডুবে যাবার পথে হাঁটছে ৫০টি মার্কিন ব্যাংকশত বিলিয়ন ডলার হারানোর শংকা
শামসুল হক বসুনিয়া: যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধ্বস নামা অব্যাহত থাকার আশংকায় আরো ৫০টি মার্কিন ব্যাংক অস্তিত্ব হারাতে পারে। লেহম্যান ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট লরেন্স ম্যাকডোনাল্ড এমন মন্তব্য করেছেন। প্রাক্তন এই সিনিয়র এক্সিকিউটিভ বলেন, কাঠামোগত সমস্যা সমাধানে এগিয়ে না আসায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। ফেডারেলকে অবশ্যই সুদের হার কমাতে হবে এবং আঞ্চলিক ঋণদাতাদের কাছে থাকা আমানতের গ্যারান্টি দিতে হবে। আরটি
এদিকে সিএনএন আরেক খবরে বলছে সুদের হার বরং উল্টো বাড়িয়েছে ফেড। ফেড বৃহস্পতিবার এ সুদের হার বৃদ্ধি করে শুণ্য দশমিক ৫ শতাংশ। সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলোর সম্পদের মূল্য আগের চেয়ে কমবে।
লরেন্স ম্যাকডোনাল্ড আরআইএনভোস্তির সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, যদি মার্কিন কর্তৃপক্ষ কাঠামোগত সমস্যাগুলি সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ না নেয় তবে ব্যাংকিং খাতে এই সংকট আরো ৫০টি ব্যাংককে গ্রাস করতে পারে।
প্রাক্তন এই নির্বাহী আরো বলেন, ডুবে যাবার পথে হাঁটা এই ব্যাংকগুলো ‘শত শত বিলিয়ন ডলার’ হারানোর আশংকায় রয়েছে। এই তহবিল অনিবার্যভাবে বৃহত্তর ঋণদাতাদের কাছে এবং তারপর ট্রেজারি বন্ডে চলে যাবে। ম্যাকডোনাল্ড বলেন, মার্কিন কর্তৃপক্ষকে বিদ্যমানের তুলনায় আমানত গ্যারান্টিকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে হবে। প্রাক্তন এই নির্বাহী বেশ কয়েকটি মিডিয়া আউটলেটকে জানান, মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তারা ব্যাংকিং খাতে অবনতির ক্ষেত্রে আমানত বীমা বাড়ানো নিয়ে আলোচনা করছেন। এই পদক্ষেপের জন্য ট্রেজারি ডিপার্টমেন্টের এক্সচেঞ্জ স্টাবিলাইজেশন ফান্ড থেকে তহবিল প্রদানের প্রয়োজন হবে। ম্যাকডোনাল্ড ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে আর্থিক নীতি কঠোর করার জন্য অপর্যাপ্ত নীতি অনুসরণ করার জন্য অভিযুক্ত করেছেন। সম্পাদনা: রাশিদ
