
বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার কর্তৃক লগ্নী ও পুনঃলগ্নীর অর্থ ঋণ হিসেবে বিবেচিত হবে
সোহেল রহমান : বিভিন্ন স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাকলিক সেক্টর কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় লগ্নী ও পুনঃলগ্নীর সম্পূর্ণ অর্থ ঋণ হিসেবে দেবে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, বিভিন্ন স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাকলিক সেক্টর কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় লগ্নী ও পুনঃলগ্নীর সম্পূর্ণ অর্থ ঋণ হিসেবে প্রদান করা হবে। এ পরিপত্র জারির পূর্ববর্তী সময়ে সম্পাদিত সকল ঋণের লগ্নী বা পুনঃলগ্নীর ক্ষেত্রে অর্থ বিভাগের ২০১১ সালের ২১ মার্চ তারিখে জারিকৃত পরিপত্রে বর্ণিত অন্যান্য শর্তাবলী বহাল থাকবে। এছাড়া নতুনভাবে প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইক্যুইটি প্রদানের বিষয়ে সরকার বিবেচনা করবে।
