শামসুল হক বসুনিয়া : টিক টকের খারাপ দিকগুলোকে বিবেচনায় নিয়ে নিষিদ্ধ করার বিষয়ে বেশি কিছুর দূর এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার ক্যাপিটল হিলের রেবার্ন হাউস অফিস বিল্ডিং-এ হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির বড় প্রযুক্তি নিয়ে সব ধরনের উদ্বেগের জন্য শৌ জি চিউকে পাঞ্চিং ব্যাগ হিসাবে আখ্যায়িত করে। আল-জাজিরা/বিবিসি/সিএনএন
আইন প্রণেতারা টিকটকের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির অপপ্রচার থেকে মানসিক স্বাস্থ্য, গোপনীয়তা, ফেন্টানাইল, মাইগ্রেশন, বিজ্ঞাপন, ভুল তথ্য এবং আরও অনেক কিছুর দিকে ঝুঁকেছেন বলে ইতোমধ্যে অভিযোগ তুলেছেন। যদিও এই সমস্যাগুলির মধ্যে অনেকগুলি অন্যান্য সোশ্যাল-মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও রয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরও তীব্র এবং আবেগপূর্ণ করে তুলেছে।
টিকটক সিইও শৌ জি চিউ ওয়াশিংটন, কমিটির সামনে এ কথা বলেন। তিনি ক্যাট ক্যাম্যাক (আর-এফএল) এর কাছ থেকে প্রশ্ন নিয়েছেন। তিনি আইন প্রণেতাদের জন্য এসব বিষয় নিয়ে একটি বিল তৈরি করছেন। সংক্ষিপ্ত-ফর্মের সোশ্যাল মিডিয়া ভিডিও অ্যাপ দেশে দেশে মানব সমাজকে অস্থির করে তুলছে। এই ডিভাইসের চীনা মালিক, বাইটড্যান্সের সাথে রয়েছে সম্পর্ক। তারা কীভাবে ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা নিয়েও আলোচনা হয়।
টিকটককে ইতিমধ্যে মার্কিন নিরাপত্তার জন্যে হুমকি স্বরুপ মনে করছে বাইডেন প্রশাসন। ইতোমধ্যে রিপাবলিকান কংগ্রেসওম্যান ক্যাথি রজার্স এক বিবৃতিতে বলেন, আপনার প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা উচিত। কারণ তরুণ-তরুণীরা অ্যাপটি ব্যবহারে ঝাঁপিয়ে পড়েছে। মিস্টার চিউ বলেন, ১৫০ মিলিয়নেরও বেশি আমেরিকান এখন টিকটক ব্যবহার করছে। এ মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোম্পানিটি সংগ্রহ করছে যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাইডেন প্রশাসন।