আনু মুহাম্মদ:প্রেসিডেন্ট সাহেব আবারও বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট আর লোক লস্কর নিয়ে চেক আপ করতে বিদেশে গেলেন। বাংলাদেশের তো আর টাকাপয়সার অভাব নাই! তাঁর মেয়াদ শেষ হয়ে এলো কিন্তু তাঁর মতো ভিভিআইপি মানুষদের চিকিৎসার জন্য এখনও একটা হাসপাতাল দেশে হলো না!! আমি শুধু ভাবি এই সব ব্যক্তি বিদেশিদের চোখে কৌতুক আর প্রশ্ন দেখতে পান না কীভাবে- ‘মি. প্রেসিডেন্ট, এতো উন্নত হচ্ছে আপনাদের দেশ, আর সামান্য চিকিৎসা করতেও আপনাদের এতো লটবহর নিয়ে আমাদের দেশে আসতে হয়? আপনাদের কোনো লজ্জা শরম নাই?’