নওগাঁ প্রতিনিধি : সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। বেশ কিছু দিন ধরে তার চলাফেরা মনিটরিং করছিল বিজিবি। নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে ছয়টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে পতœীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। আটক ৩৮ বছর বয়সী মো. কিবরিয়া ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে বিজিবি কর্মকর্তা হামিদ উদ্দিন জানান, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। বেশ কিছু দিন ধরে তার চলাফেরা মনিটরিং করছিল বিজিবি।
তিনি জানান, বিজিবির পতœীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত লাগোয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হবে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারি অফিসে হস্তান্তরে প্রক্রিয়া চলছে।
এ ছাড়া ধামইরহাট সীমান্তে পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশুখাদ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধভাবে নিয়ে আসছিল। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।