
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা
অর্থনীতি ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। এ কারণে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার আঘাত হানা এ ভ‚মিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপক‚লের এক হাজার কিলোমিটার স্থানজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভ‚পৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে ভ‚মিকম্পটি উৎপত্তি হয়। এদিকে হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের দেশে বর্তমানে সুনামির শঙ্কা নেই।
যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডবিøউ) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপক‚লে সুনামিতে ৩ মিটার পর্যন্ত ঢেউ তৈরি হতে পারে।
