• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

অমৃত কথা

রেলবহরে যুক্ত হলো ভারতের ২০ লোকোমোটিভ

প্রকাশের সময় : May 23, 2023, 8:05 pm

আপডেট সময় : May 23, 2023 at 8:05 pm

অর্থনীতি ডেস্ক : বাংলাদেশকে ডিজেল চালিত ২০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) অনুদান হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। সেই প্রতিশ্রুতি মোতাবেক ওই ২০টি লোকমোটিভ মঙ্গলবার বিকেলে দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরমধ্য দিয়ে বাংলাদেশের রেলবহরে যুক্ত হলো ২০টি ব্রডগেজ লোকোমোটিভ।
এর আগে ভারত সরকার গত বছরের ডিসেম্বর মাসেই লোকোমোটিভগুলো বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ রেলওয়েকে। কিন্তু প্রক্রিয়াগত কিছু বিষয়ের জটিলতার কারণে সেগুলো দেশে আসেনি এতদিন। অবশেষে ২৩ মে বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই ২০টি লোকোমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করল ভারত।
লোকোমোটিভ নম্বর হচ্ছে— ১১৫৪৫, ১১৪০৩, ১১৪৪১, ১১৫৪৭, ১১৫৭২, ১১৫৩৫, ১১৫৩৮, ১১৫৪৮, ১১৫৬৮, ১১৪১২, ১১৫৮১, ১১৪১৯, ১১৪২০, ১১৪২২, ১১৪৮২, ১১৪৯৪, ১১৩৬৯, ১১৩৭৮, ১১৩৭৯ এবং ১১৩৩৬। লোকমোটিভগুলোর হর্স পাওয়ার ৩ হাজার ৩০০, অ্যাক্সেল লোড ১৯.৫ টন ও গড় বয়স ৮-১০ বছর।
হস্তান্তর উপলক্ষ্যে রাজধানীর রেলভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
অন্যদিকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নয়া দিল্লির রেলভবন থেকে যুক্ত হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়া দর্শনা রেল স্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। গেদ রেলওয়ে স্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের রেলওয়ে কর্মকর্তারা। সূত্র : ঢাকাপোস্ট

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)