
সপ্তাহের শেষ কার্যদিবস শেয়ারবাজারে সূচকের ঊত্থান
মাসুদ মিয়া: দেশের শেয়ারবাজার গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও লেনদেনে কমেছে। তবে এদিন ডিএসইতে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৩ কোটি ৩৭ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার। যা গত সাড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজার মূলধনসহ লেনেদেন পরিমান বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টি এবং কমেছে ৭০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৪টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৫ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭০ দশমিক ৭৭ পয়েন্টে।লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বিএসসি, নাভানা ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, ইস্টার্ন হাউজিং, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সিভিওপিআরএল, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও গেøাবাল ইসলামী ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লিগ্যাসী ফুটওয়ার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল টি ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ইয়াকিন পলিমার, খান ব্রাদার্স পিপি, ফার কেমিক্যাল, মুন্নু সিরামিক, ফারইস্ট নিটিং ও ন্যাশনাল ফিড মিল্ক।
অপরদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ টাকা শেয়ার। আগেরদিন বুধবার ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৩৪০ কোটি টাকা। আগেরদিন বুধবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৬ হাজার ৬৯১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬৪৯ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টি, কমেছে ৬৮টি এবং পরিবর্তন হয়নি ১০১টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৭ দশমিক ৯৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক শূন্য ৭ পয়েন্ট এবং সিএসসিএক্স ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৩০ পয়েন্টে এবং ১৩ হাজার ৪২১ দশমিক ৯৫ পয়েন্টে এবং ১১ হাজার ১৫১ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৫১ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪০৯ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৭ দশমিক ৮৮ পয়েন্টে।
