• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

সেপ্টেম্বরে ঢাকা-মাওয়া অংশে চলবে পরীক্ষামূলক ট্রেন

প্রকাশের সময় : May 26, 2023, 11:23 pm

আপডেট সময় : May 26, 2023 at 11:23 pm

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মা রেল সংযোগ প্রকল্পের দুপাশেই চলছে কর্মব্যস্ততা। দক্ষিণের সঙ্গে রাজধানীকে যুক্ত করতে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথের কাজ চলছে। ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটির অগ্রগতি এখন পর্যন্ত ৭৯ শতাংশ। আগামী সেপ্টেম্বরে ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল চালানোর প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর দুই প্রান্তে একের পর এক নির্মাণ হচ্ছে রেললাইন। ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত ৮২ কিলোমিটারের মধ্যে ৭৭ কিলোমিটারে রেলপথ বসে গেছে। এর মধ্যে ২১ কিলোমিটার পাথরবিহীন রেলপথ এবং ৫৬ কিলোমিটার পাথরসহ রেললাইন সম্পন্ন এখন। রেলপথে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে বাকি অংশের কাজ চলছে পুরোদমে।
রেলক্রসিংবিহীন ১৭২ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ১৪টি নতুন রেল স্টেশন নির্মাণও চ‚ড়ান্ত পর্যায়ে এখন। আর পুরোনো ৬টি স্টেশনকে আধুনিকায়ন করা হচ্ছে। রেলপথ নির্মাণে কাজ করে যাচ্ছেন আব্দুল আউয়াল। তিনি বলেন, বতর্মানে মাওয়া ইয়ার্ডে ¯ø্যাব নির্মিত হচ্ছে। প্রতিদিন এক কিলোমিটার করে রেলপথের ¯ø্যাব বসানো হচ্ছে। এতে প্রকল্পের কাজ খুব দ্রæতই শেষ হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, স্টেশন নির্মাণ, সিগন্যালের কাজসহ অন্যান্য কাজ দ্রতগতিতে শেষ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল চালানোর পরিকল্পনা আছে। এদিকে, মাওয়া থেকে রাজধানী পর্যন্ত সাড়ে ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইনের বাকি আছে মাত্র সাড়ে ৬ কিলোমিটার। সূত্র : সময়টিভি অনলাইন

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)