সোহেল রহমান : চলতি ২০২২-২৩ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫০৭ কোটি টাকা। অর্থাৎ ১৭ হাজার ৫৫৭ কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। বিদায়ী অর্থবছরের মূল বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে। বিদায়ী অর্থবছরের প্রথম ৯ মাসে (মার্চ ২০২৩) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। এদিকে সরকারের ব্যয় কম হওয়ার কারণে বাজেট ঘাটতি কমেছে। মূল বাজেটে সার্বিক ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা (জিডিপি’র ৫.৫ শতাংশ)। সংশোধিত বাজেটে এটি দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৫০৭ কোটি টাকা (জিডিপি’র ৫.১ শতাংশ)।
এদিকে বাজেট ঘাটতি কমলেও ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে লক্ষ্যমাত্রার অধিক ঋণ নেয়া হয়েছে। এ খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। এর বিপরীতে নেয়া হচ্ছে ১ লাখ ১৫ হাজার ৪২৫ কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক উৎস থেকে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ নেয়া হয়েছে ৮৭ হাজার ৮২ কোটি টাকা। অর্থাৎ বৈদেশিক উৎস থেকে লক্ষ্যমাত্রার তুলনায় কম ঋণ নেয়া হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপি’র আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে কাটছাঁট করে এডিপি’র আকার দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা।