• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

অমৃত কথা

বাড়ছে নদ নদীর পানি, উত্তরে বন্যার আশঙ্কা

প্রকাশের সময় : August 13, 2023, 11:00 pm

আপডেট সময় : August 13, 2023 at 11:00 pm

রংপুর প্রতনিধি : [১] ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে নদীর অববাহিকা, চর, দ্বীপচরের মানুষদের সতর্ক থাকাসহ প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন।
[২] রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আহসান হাবীব।
[৩] তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি দ্রæত বৃদ্ধি পাবে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দ্রæত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
[৪] উজানের ঢলের কারণে ক্ষয়-ক্ষতি কমাতে ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। [৫] রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের পাহাড়ী ঢলে এক সপ্তাহ ধরে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
[৬] রোববার বেলা ১২টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে ধরলা নদীর পানি সকাল ৯টায় কুড়িগ্রাম পয়েন্টে ৭৮ সেন্টিমিটার, তালুক শিমুলবাড়ি পয়েন্টে ১ দশমিক ৪৩ মিটার, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে ৭০ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
[৭] এদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রোববার সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
[৮] আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ও ভারী বর্ষণ হতে পারে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)