• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

বাংলাদেশ জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ : সেনাপ্রধান

প্রকাশের সময় : September 18, 2023, 11:13 pm

আপডেট সময় : September 18, 2023 at 11:13 pm

অর্থনীতি ডেস্ক : [১] সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আজ বাংলাদেশ সেনাবাহিনী অনেক অর্জন করেছে। আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের পেশাগত মানের একটি জ্বলজ্বল উদাহরণ।
[২] তিনি বলেন, আমাদের এ অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরও এগোতে হবে। সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেইসঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
[৩] গতকাল (সোমবার) দুপুরে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ১৫ তলাবিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান সেনা নীড় উদ্বোধনকালে এসব কথা বলেন সেনাপ্রধান। এসময় তিনি স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩ এর উদ্বোধন ঘোষণা করেন।
[৪] সেনাপ্রধান আরও বলেন, স্থাপনাগুলো তৈরির মাধ্যমে আপনাদের (সেনাসদস্যদের) জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা আপনাদের মনোবল বাড়াতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে তখনই আপনারা সঠিক প্রশিক্ষণ করতে পারবেন এবং আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রæ থেকে দেশকে রক্ষা করা। [৫] আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে উল্লেখ করে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশে-বিদেশে সরকার কর্তৃক যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
[৬] অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : জাগোনিউজ

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)