
ইসলামী ব্যাংকের ঋণের সুবিধা আসলে এস আলমই পাচ্ছে

কল্লোল মোস্তফা
যে ইসলামি ব্যাংক নিজেই তারল্য সংকটে ভুগছে, বাংলাদেশ ব্যাংক থেকে রীতিমত টাকা ধার নিয়ে চলছে, সেই ইসলামি ব্যাংক আবার জনতা ব্যাংকের বারোটা বাজানো অ্যাননটেক্স গ্রুপের এক বন্ধ প্রতিষ্ঠানের জন্য ৭০০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে!
অবশ্য নিজেই অর্থ সংকটে ভুগতে থাকা অবস্থাতে বন্ধ একটা কারখানাকে বিপুল পরিমাণ ঋণ দেয়ার রহস্য পরিস্কার হয়ে যায় একটা তথ্য থেকে অ্যাননটেক্সের কিছু কোম্পানি কেনার প্রক্রিয়া শুরু করেছে এস আলম গ্রুপ। এই কারণে ঋণটি তড়িঘড়ি করে ছাড় করা হয়েছে।
ইসলামী ব্যাংকের মালিকানা এস আলম গ্রুপের হাতে। আবার ঋণের দায় সহ অ্যাননটেক্সের কোম্পানিগুলোকে কিনে নিচ্ছে এস আলম গ্রুপ। ফলে অ্যাননটেক্সকে দেয়া ঋণের সুবিধাভোগী আসলে এস আলম গ্রুপই।
শুধু তাই নয়, এস আলম গ্রুপের ম্যাজিকে এর আগে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকও অ্যাননটেক্সের ঋণের ৩ হাজার ৩৫৯ কোটি টাকা সুদ মওকুফ করার সিদ্ধান্ত নেয়। শর্ত ছিল এ বছরের জুন মাসের মধ্যে অ্যাননটেক্সকে ৪ হাজার ৮২০ কোটি টাকা ঋণ শোধ করতে হবে। কিন্তু অ্যাননটেক্স এই অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় জনতা ব্যাংকের পক্ষ থেকে এই অর্থ পরিশোধের জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়।
সম্ভবত, অ্যাননটেক্সের বন্ধ প্রতিষ্ঠানের নামে ইসলামি ব্যাংক থেকে নেয়া এই ঋণ জনতা ব্যাংকের সেই অর্থ পরিশোধের কাজে লাগানো হবে। এর ফলে জনতা ব্যাংক অ্যাননটেক্সের ঋণের সুদ মওকুফ করে দিবে যেন এসআলম গ্রুপ সুদের দায়মুক্ত অবস্থায় অ্যাননটেক্স গ্রুপের কারখানাগুলোকে কিনতে পারে।
আইপি টিভি নিবন্ধন নবায়নে নতুন করে ফি নির্ধারণ করল সরকার
অর্থনীতি ডেস্ক : [১] আইপি টিভির নিবন্ধন ও নবায়নে নতুন করে ফি নির্ধারণ করল সরকার। নিবন্ধনের জন্য একবার ৫০ হাজার আর নবায়নে প্রতি বছর সরকারকে দিতে হবে ১৫ হাজার টাকা করে। অতিরিক্ত সময় নিলে গুনতে হবে বিলম্ব ফি।
[২] সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের আলোকে এক মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধন ফি ৫০ হাজার টাকা। প্রতি বছর নিবন্ধন নবায়ন ফি ১৫ হাজার টাকা।
[৩] মন্ত্রণালয়ের অনুমোদনের পর তিন মাসের মধ্যে নিবন্ধন করা হলে দিতে হবে ১৫ হাজার টাকা বিলম্ব ফি। সেক্ষেত্রে মোট খরচ পড়বে ৬৫ হাজার টাকা। ৬ মাসের মধ্যে নিবন্ধন করা হলে গুনতে হবে ৩০ হাজার টাকা বিলম্ব ফি। সবমিলিয়ে খরচ পড়বে ৮০ হাজার টাকা। আর ৬ মাসের মধ্যে নিবন্ধন করা না হলে নিবন্ধনের অনুমোদন বাতিল হয়ে যাবে।
[৪] আদেশে জানানো হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) অনুযায়ী, সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তথ্য অধিদপ্তর আইপি টিভির নিবন্ধন কার্যক্রম (আবেদন গ্রহণ, নিবন্ধন ফি ও নবায়ন ফি আদায়) পরিচালনা করবে।
[৫] জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) এ নিবন্ধনের জন্য একটি কমিশন গঠন করার কথা বলা হয়। এতে বলা হয়, সব অনলাইন গণমাধ্যমকে কমিশনের কাছে নিবন্ধিত হতে হবে। তবে কমিশন গঠন না হওয়া পর্যন্ত সরকার বা সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো সংযুক্ত সংস্থা নিবন্ধনের দায়িত্ব পালন করবে। নিবন্ধন কর্তৃপক্ষ নির্দিষ্ট বিধি-বিধান অনুসরণ করে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধিত করবে। সূত্র : বাংলানিউজ
