বিশ্বজিৎ দত্ত : [১] ২০৭৫ সালে বাংলাদেশ সৌদিআরব, কানাডা, ইতালি ও মালয়েশিয়ার চেয়েও বড় অর্থনীতির দেশ হবে বলে গোল্ডম্যান স্যাকসের সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে।
[২] রিপোর্টে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির গতীমুখ ও জনসংখ্যা বিচার করে তারা এই হিসাব করেছে। তাদের হিসাবে, ২০৭৫ সালে বিশ্বের প্রধান অর্থনীতির দেশ হবে চীন। এরপরেই থাকবে ভারত।
[৩] এই সময়ের মধ্যে চীনের অর্থনীতির পরিমাণ হবে ৫৭ ট্রিলিয়ন ডলারের। আর ভারতের অর্থনীতি হবে ৫২.২ ট্রিলিয়ন ডলারের। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হবে ভারত
[৪] যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে নেমে আসবে। ওই সময়ে তাদের অর্থনীতির পরিমাণ হবে ৫১.৫ ট্রিলিয়ন ডলার। বৈশ্বিক পর্যায়ে ইন্দোনেশিয়ার অর্থনীতি থাকবে চতুর্থ স্থানে। তাদের অর্থনীতির পরিমাণ হবে ১৩.৭ ট্রিলিয়ন ডলার। নাইজেরিয়ার অর্থনীতি হবে ১৩.১ ট্রিলিয়ন ডলার, পাকিস্তানের অর্থনীতি হবে ১৩ ট্রিলিয়ন ডলারের। মিশরের অর্থনীতি হবে ১০.৪ ট্রিলিয়ন ডলারের। ব্রাজিল, জাপান ও যুক্তরাজ্যের অর্থনীতি হবে ৮.৭ ট্রিলিয়ন ডলারের।
[৫]এই সময়ে বাংলাদেশের অর্থনীতি হবে ৬.৩ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের পরেই থাকবে ইথিওপিয়ার অর্থনীতি তাদের অর্থনীতির পরিমাণ হবে ৬.২ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের পরে থাকবে সৌদিআরবের র্অথনীতি তাদের অর্থনীতির পরিমাণ হবে ৬.১ ট্রিলিয়ন ডলার, কানাডার ৫. ২ট্রিলিয়ন ডলার, অস্ট্রেলিয়ার, ৪.৩ ট্রিলিয়ন ডলার, ইতালির ৩.৮ ট্রিলিয়ন, ও মালয়েশিয়ার ৩ ট্রিলিয়ন।