মো. আখতারুজ্জামান : [১] পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (পিএলএফএসএল) ২৩তম, ২৪তম, ২৫তম এবং ২৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
[২] রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন কোম্পানির সদস্যরা ও বিএসইসি, এসইসি, ডিএসই প্রতিনিধিরা।
[৩] রোববার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হাসান শহীদ ফেরদৌস।
[৪] সভায় চেয়ারম্যান হাসান শহীদ ফেরদৌস বলেন, পিপলস লিজিংয়ের ২০২১ সালের ব্যালেঞ্জ সিড বলে দিচ্ছে আমাদের বোর্ড দায়িত্ব পালনের পর থেকে কোম্পানি লাভ করতে শুরু করেছে। আমরা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছি। যাতে কোম্পানি ঘুরে দাঁড়াতে পারে।
[৫] তিনি বলেন, অচিরেই ক্যাপিটেল ইঞ্জেকশনের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নয়ন করতে সক্ষম হবো। আর এটা করা গেলে কোম্পানির আর্থিক অবস্থার পরিবর্তন হবে। সেইসঙ্গে কোম্পানির আয়ের খাত সৃষ্টি হবে। আমরা চাই দ্রæত আয়ের খাত তৈরি করতে। আয় বাড়লে ভালো কিছু করা যাবে বলেও তিনি জানা।
[৬] পরিচালনা পর্ষদের সদস্য ড. কাজী আনোয়ারুল হক, ব্যারিস্টার রেশাদ ইমাম, ড. মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. সগীর হোসেন খান ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় অংশ নেন। সেইসঙ্গে বিএসইসি, এসইসি, ডিএসই প্রতিনিধিরা, কোম্পানির অডিটর এবং শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশ নেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আরমিয়া ফকির।
[৭] সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা সর্বসম্মতক্রমে ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক বিবৃতি, অডিট রিপোর্ট পাস হয়। সেইসঙ্গে ২০২২ সালের এজিএম’র অডিটর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
[৮] উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই পিপলস লিজিং অবসায়নের জন্য আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। ওই দিনই মামলার শুনানি শেষে অবসায়নের পদক্ষেপ নিতে নির্দেশ দেন আদালত।
[৯] এছাড়া অবসায়ন কার্যক্রম পরিচালনার জন্য সাময়িক অবসায়ক হিসেবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামান খানকে নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।