বিশ্বজিৎ দত্ত: [১] ২ নভেম্বর বিশ্বস্বাস্থ্য সংস্থার( ডাবিøও এইচ ও) দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচন। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ এই পদে নির্বাচিত হতে লড়ছেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব নেপালের শম্ভু প্রসাদ আচার্য। গতকাল এই প্রতিদ্ব›িদ্বর সঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে একটি সেলফি পোস্ট করেছেন।
[২] এই নির্বাচনকে ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈজ্ঞানিক জর্নাল লেনসেট সায়মার সমালোচনা করে বলেছে, পরিচালকপদে নিয়োগ পেতে সায়মা তার মায়ের রাজনৈতিক পরিচিতিকে কাজে লাগাচ্ছেন।
[৩]অন্যদিকে সায়মা তার নিজের যোগ্যতার বিষয়টি সামনে তুলে আনছেন। তিনি মায়ের প্রভাব কাজে লাগিয়েছেন এমন বিষয় অস্বীকার করেছেন। এ ক্ষেত্রে নিজের যোগ্যতার বিষয়ে তাকে দেয়া বিভিন্ন সংস্থার প্রধানদের প্রশংসাপত্র বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তিনি প্রদান করেছেন।