বিশ্বজিৎ দত্ত: [১] অস্ট্রেলিয়ান হাইকমিশন এক্স হ্যান্ডেলে মিটকার একটি ছবি প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, ইন্দোনেশিয়ার আতিথ্যে ঢাকা কেন্দ্রীক কূটনৈতিক মিশনের যাত্রা শুর হলো। এর সদস্যরা হলো, মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়া। সংক্ষেপে মিটকা।
[২] এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, এই মিশনের লক্ষ্য বহুপাক্ষিক মতামতকে শক্তিশালিকরা, অর্ন্তভ’ক্তি ও ডিজিটাল রুপান্তর।
[৩] এই জোটের বাইরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ঢাকায় আরো একটি ক’টনৈতিক মিশন সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিবৃতি প্রদান করেছে। এই দেশগুলো হলো, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
[৪] তারা দেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিবাদমান দলগুলোকে অবাধ সুষ্টু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আহŸান জানায়।