
ডিএনসিসিতে যানজট নিরসনে পার্কিং অ্যাপের পরীক্ষামূলক যাত্রা
নিজস্ব প্রতিবেদক : [১] যত্রতত্র পার্কিং বন্ধ ও নগরের যানজট নিরসনে স্মার্ট অন স্টিট পার্কিং অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার দুপুরে গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে এ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
[২] দুপুর পৌনে ১২টায় এ অনুষ্ঠান শুরু হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এলওসিসি, ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
[৩] অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য উন্নত দেশগুলোর মতো দেশে গাড়ি পার্কিংয়ের জন্য একটি আধুনিক ব্যবস্থাপনা তৈরি করা। সেই লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত রাস্তায় পাইলট আকারে শুরু করার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন মতামত গ্রহণ করে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা। এ বিষয়ে নাগরিকেরা ডিএনসিসির ইমেইল (ফহপপ.ংসধৎঃঢ়ধৎশরহম@মসধরষ.পড়স) ও ফেসবুক পেজে মতামত জানাতে পারবেন। [৪] অ্যাপে যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে: যেকোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডিএনসিসি স্মার্ট পার্কিং (উঘঈঈ ঝগঅজঞ চঅজকওঘএ) অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ওপেন করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট পেজে যাওয়ার পর নিজের এবং গাড়ির তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নিবন্ধটি সম্পন্ন হবে।
[৫] কীভাবে স্মার্ট পার্কিং সেবা ব্যবহার করবেন: প্রথমে ফুটপাতে সাদা রং চিহ্নিত স্থানে গাড়ি প্যারালাল বা ৬০ ডিগ্রিতে মার্ক করতে হবে রাস্তায় নির্ধারিত নিয়ম অনুসারে। এই পার্কিংটি অ্যাপ অথবা স্মার্ট পার্কিং কার্ড ব্যবহার করে বৈধতা নিশ্চিত করা যাবে। [৬] অ্যাপ ব্যবহার করে পার্কিং: অ্যাপ ব্যবহার করে পার্কিং নিশ্চিত করতে অ্যাপে প্রবেশ করতে হবে এবং রাস্তা নির্বাচন করে পার্কিং বাটনে ক্লিক করতে হবে। এরপর যেকোনো একটি স্থান এবং ঘণ্টা অনুসারে গাড়ি রাখার সময় নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত ঘণ্টা অনুসারে সফটওয়্যারটি পার্কিংয়ের চার্জ প্রদর্শন করবে এবং উক্ত চার্জ আপনি যেকোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রদান করতে হবে। উক্ত চার্জ প্রদান সঠিকভাবে সম্পন্ন হওয়া সাপেক্ষে পার্কিং সেবাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
[৭] স্মার্ট কার্ড ব্যবহার করে পার্কিং: প্রথম অবস্থায় ব্যবহারকারীকে একটি স্মার্ট পার্কিং কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড রাস্তায় থাকা ওয়ার্ডেনের বা ইসলামী ব্যাংকের গুলশান, বনানী শাখা থেকে সংগ্রহ করা যাবে। প্রথমবারের মতো এই স্মার্ট পার্কিং কার্ডটি ব্যবহারকারীর তথ্য দিয়ে ইসলামী ব্যাংক গুলশান, বনানী শাখা থেকে নিবন্ধন করে নিতে হবে। দ্রæত সেবা গ্রহণের লক্ষ্যে ইসলামী ব্যাংকের শাখা থেকে নিবন্ধিত স্মার্ট পার্কিং কার্ডে কিছু টাকা রিচার্জ করে রাখতে হবে। গাড়ি পার্কিং করার পর স্মার্ট পার্কিং কার্ডটি ওয়ার্ডেনকে দিতে হবে এবং কত ঘণ্টার পার্কিং করবে তা বলতে হবে। ওয়ার্ডেন তার হাতে থাকা পিওএস মেশিনের মাধ্যমে স্মার্ট পার্কিং কার্ড থেকে গাড়ির পার্কিং পেমেন্ট সংগ্রহ করবেন এবং ব্যবহারকারীকে একটি রশিদ দেবেন।
