ভারতের বৃদ্ধির হারে যথেষ্ট কাজ হবে না মত সাবেক গভর্নর রাজনের
বিশ্বজিৎ দত্ত : [১] ভারতের ৭% আর্থিক বৃদ্ধির হার নিয়ে ঢাকঢোল পেটাচ্ছে মোদী সরকার। দ্রæততম বৃদ্ধির তকমা দেখিয়ে বড়াই করছেন কেন্দ্রের নেতা-মন্ত্রীরা। যদিও কাজহীন বৃদ্ধি এবং বেড়ে চলা বৈষম্য নিয়ে সতর্কবার্তা আসছে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, প্রাক্তন আর্থিক উপদেষ্টা কৌশিক বসু।
[২] এক্স হ্যান্ডেলে রাজন লিখেন.ভারতের বর্তমান বৃদ্ধির হার চাহিদা অনুসারে চাকরি তৈরির জন্য যথেষ্ট নয়। এ জন্য দেশকে অন্তত ৮% হারে বাড়তে হবে। [৩] রাজনের মতে, করোনা কাটিয়ে ছন্দে ফিরছে ভারত। সরকারি খরচ বৃদ্ধি এবং উচ্চমধ্যবিত্তের চাহিদায় ভর করে এগোচ্ছে আর্থিক কর্মকাÐ। অন্যান্য দেশের সাপেক্ষে দেখলে ৬%-৬.৫% বৃদ্ধির হারও যথেষ্ট ভাল। কিন্তু তরুণ প্রজন্মের বিপুল সংখ্যক কর্মক্ষম মানুষের জন্য যে পরিমাণ কাজের সুযোগ দেশে তৈরি হওয়া দরকার, সে দিক থেকে দেখতে গেলে তা এখনও কম। ভারত বিশ্বের জোগান-শৃঙ্খলে আরও বেশি জুড়তে চাইছে ঠিকই। তবে তার জন্য কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া দরকার। সেই পথে হাঁটতে এখনও দেরি।
[৪] স¤প্রতি উপদেষ্টা সংস্থা সিএমআইই রিপোর্টে জানিয়েছে, অক্টোবরে দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১০.০৫%। যা দু’বছরে সর্বোচ্চ। এইচএসবিসি বলছে, এক দশকে ভারতকে ৭ কোটি কাজ তৈরি করতে হবে। অথচ ৭.৫% বৃদ্ধি হলে, মাত্র এক-তৃতীয়াংশ কাজ পাবে।