
টেকনাফে মাটির দেয়াল ধসে এক পরিবারের চারজনের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি : [১] কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার গভীর রাতে মাটির দেয়াল ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
[২] প্রাণ হারানো চারজন হলেন ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
[৩] চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, মৌলভীবাজারের আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণ যায়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। [৪] টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়েছি, মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত খবর পাওয়া যাবে।
