• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

বীমা খাতে দুর্নীতি-অনিয়মের জন্য সিইওরা দায়ী নয় : বিআইএফ প্রেসিডেন্ট

প্রকাশের সময় : November 20, 2023, 11:22 pm

আপডেট সময় : November 20, 2023 at 11:22 pm

 

মাসুদ মিয়া : [১] বীমা কোম্পানির সিইওদের নেতৃত্বে কোন টাকা চুরি হয় না। বীমা খাতে দুর্নীতি-অনিয়মের জন্য সিইওরা দায়ী নয়। চাকরির নিরাপত্তা পেলে বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠায় সিইওরা ভূমিকা রাখতে পারবে। গতকাল সোমবার বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট ও পুপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী। করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহ। কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এতে সভাপতিত্ব করেন।
[২]বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, বীমা খাতে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জারি করা ‘করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন’ অত্যন্ত সময়োপযোগী। এটা বাস্তবায়ন হলে বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা হবে।
তিনি বলেন, কোম্পানির এমডি বা সিইও বোর্ডের একজন কর্মচারী। একজন এমডি বা সিইও’র পক্ষে পরিচালনা পর্ষদের বাইরে গিয়ে কিছুই করার সুযোগ নেই বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে।
তিনি আরো বলেন, আমরা যারা ম্যানেজমেন্ট আছি, সব সময়ই চেষ্টা করি সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান মেনে চলার। [৩]বিএম ইউসুফ আলী বলেন, দেশের যে কয়টি বড় কোম্পানি ধ্বংস হয়ে গেছে সেগুলোর কাহিনী যদি আমরা দেখি তাহলে দেখা যায়, কারা এখানে দায়ী। এখানে সিইও’দের ভূমিকা কি ছিল। দেখা যায়, সিংহভাগ দায়-দায়িত্ব বোর্ডের। এখানে ম্যানেজমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট তারা শুধু [৪]পরিচালনা পর্ষদের নির্দেশনা মেনেছে। তিনি আরো বলেন, সম্প্রতি অনিয়ম-দুর্নীতির জন্য বীমা কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। কিন্তু শুধু বোর্ড ভেঙে দিলেই সমাধান হবে না, সমাধান হয়নি। বিএম ইউসুফ আলী বলেন, বীমা কোম্পানিগুলোর অর্থ চুরির জন্য একজন সিইও’র বিরুদ্ধেও কোন মামলা হয়নি। কারণ, তারা জানে আসলে তারা টাকা নেয়নি; টাকা যাদের নেয়া তারাই নিয়েছে। সিইও’দের চাকরির নিশ্চয়তা চেয়ে তিনি বলেন, যদি আমাদের টিকে থাকার মতো ব্যবস্থা করেন তাহলে কোন সিইও’র নেতৃত্বে বীমা কোম্পানির একটি টাকাও নষ্ট হবে না।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)