এস.ইসলাম জয় : [১] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন দৌড়ে এবারও রয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী। এর মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাসহ এবারও মনোনয়ন পেলেন অর্থ,বাণিজ্য,খাদ্য ও পরিকল্পনামন্ত্রী।
[২] সালমান এফ রহমান ২০১৮ সালে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ১৯৯০-এর দশকে তিনি রাজনীতিতে আসেন। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পেলেন তিনি।
[৩] সুনামগঞ্জ-৩ আসনে এবারও মনোনয়ন পেলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ক্লিন ইমেজের আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন তিনি। সদালাপী এই মন্ত্রী বেশ দক্ষতার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সেই সাথে প্রধানমন্ত্রীর খুব কাছের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী তিনি।
[৪] আবু হেনা মোহাম্মাদ মুস্তাফা কামাল (লাটাস কামাল হিসাবেও পরিচিত) একাধারে রাজনীতিবিদ ও ক্রিকেট সংগঠক। তিনি চতুর্থ বারের মতো অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নৌকার প্রার্থীতা পেলেন তিনি।
[৩] টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য। তিনি ২০০৮ সাল থেকে তৃতীয়বারের মতো রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি তিনি এবারও মনোনয়ন পেলেন তিনি।
[৪] সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত হন। এরপর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০১৯ সালে তিনি মন্ত্রীর দায়িত্ব পান। বাংলাদেশ আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে এবারও মনোনয়ন পেলেন।