কিশোরগঞ্জে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত : তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জ প্রতিনিধি : [১] কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিভাগীয় ডিটিও অফিস। রোববার দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
[২] তিনি বলেন, ঢাকা বিভাগীয় ডিটিও অফিস থেকে তদন্ত কমিটি গঠন করেছে। তবে কত সদস্যদের কমিটির গঠন করা হয়েছে, কয়দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তার বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
[৩] জানা যায়, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশপথে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।
[৪] এতে কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দীর্ঘ ১৭ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।