সোহেল রহমান : [১] পাঁচটি প্রকল্প বাস্তবায়নে ১০২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে ৭২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার হচ্ছে ডলার এবং অবশিষ্ট ২৭ কোটি ৭৮ লাখ ৮১ হাজার হচ্ছে ইউরো (প্রায় ৩০ কোটি ডলার)। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
[২] মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে এ-সংক্রান্ত পাঁচটি পৃথক চুক্তিতে বাংলাদেশ-এর পক্ষে ইআরডি সচিব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবি’র পক্ষে সংস্থার কান্ট্রি ডিরেক্টর ইডিমন গিনটিং সই করেন।
[৩] পাঁচটি প্রকল্পের মধ্যেÑ এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন এক্সেস ফ্যাসিলিটি’র আওতায় ভ্যাকসিন, থেরাপিউটিকস অ্যান্ড ডায়াগনস্টিকস মেনুফ্যাকচারিং অ্যান্ড রেগুলেটরি স্ট্রেংদেনিং প্রজেক্ট বাস্তবায়নে ৩৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ডলার; [৪] সাউথ এশিয়া সাব-রিজিওন্যাল ইকোনমিক কো-অপারেশন ঢাকাÑনর্থ-ওয়েস্ট করিডোর রোড প্রজেক্ট ফেজ-২ ট্রেঞ্চ-৩ বাস্তবায়নে ২৭ কোটি ৭৮ লাখ ৮১ হাজার ইউরো ওসিআর (রেগুলার);
[৫] স্মার্ট মিটারিং এনার্জি এফেশিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে ২০ কোটি ডলার ওসিআর (রেগুলার);
[৬] চট্টগ্রাম হিল ট্রাক্টস ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট বাস্তবায়নে ৯ কোটি ডলার এবং
[৭] ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেরিশিয়ারি এডুকেশন প্রজেক্ট বাস্তবায়নে দেয়া হবে ১০ কোটি ডলার নমনীয় ঋণ।