বিশ্বজিৎ দত্ত : [১] বাংলাদেশ নৌবাহিনী প্রথবারের মতো নৌ সেনাদের জন্য নিজস্ব প্রযুক্তিতে নৌ বন্দুক তৈরী করেছে। একইসঙ্গে তারা নৌ টর্পেডো তৈরীর কাজেও হাত দিয়েছে বলে ডিফেন্স টেকনোলজি নামের একটি নিউজ সাইট এক্স হ্যান্ডেলে এই সংবাদ প্রকাশ করেছে। [২] সংবাদ মাধ্যমটি আরো জানায় বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব একটি সাইবার সিকিউরিটি সফটওয়্যার ও যুদ্ধকালীন যোগাযোগ সফটওয়ার তৈরী করেছে।