পাহাড় থেকে পড়ে হাতি শাবকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি : [১] কক্সবাজারের উখিয়ায় পাহাড় থেকে পড়ে ৬ মাস বয়সী হাতি শাবকের মৃত্যু হয়েছে। পাহাড়ের ফাঁকে পড়ে সেটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
[২] সোমবার দুপুরে উপজেলার জালিয়াপালং ৮ নম্বর ওয়ার্ডের চোয়ানখালি গহীন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
[৩] ফিরোজ আল আমিন বলেন, উখিয়ার ইনানী রেঞ্জের সোয়ানখালী বিটের আওতায় গহীন পাহাড়ের খাদে একটি মৃত বন্য হাতি শাবক পড়ে থাকতে দেখা যায়। সেটির বয়স আনুমানিক ৬ মাস।
[৪] তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, হাতি শাবকটি খাদ্যের সন্ধানে গিয়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে আটকে গিয়ে মৃত্যু হয়েছে। ২-৩ দিন আগে মৃত্যু হতে পারে। এটি উদ্ধার করে নিরাপদ জায়গায় মাটি দিয়ে পুঁতে ফেলা হবে। স্থানীয় আনোয়ারুল ইসলাম বলেন, গহীন পাহাড়ে হাতি শাবকটির মৃতদেহ দেখে বন বিভাগকে খবর দেওয়া হয়। হয়ত কয়েক দিন আগে মৃত্যু হয়েছে।