অর্থনীতি ডেস্ক : [১] তিউনিসিয়ায়-নৌকাডুবিতে-প্রাণ-হারানো-৮-জন-গোপালগঞ্জ-ও-মাদারীপুরেরপ্রতীকী মন্ত্রণালয় জানিয়েছে, নৌকায় চালকসহ ৫৩ জন ছিলেন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন।
[২] আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ডুবে প্রাণ হারান আটজন বাংলাদেশি। গতকাল মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
[৩] ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত রাত সাড়ে ৪টার দিকে। নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে যাত্রা শুরু করে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে।
[৪] মন্ত্রণালয় জানিয়েছে, নৌকায় চালকসহ ৫৩ জন ছিলেন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন।
[৫] জীবিতদের মধ্যে বাংলাদেশের ২৭ জন, পাকিস্তানের আটজন, মিশরের চারজন, সিরিয়ার পাঁচজন, এর মধ্যে মিশরের এক ব্যক্তি নৌকা চালাচ্ছিলেন।
[৬] প্রাণ হারানো আটজন বাংলাদেশি হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব ও কায়সার এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন।
[৭] মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, বাংলাদেশিদের মধ্যে সাতজন পাসপোর্ট ছাড়া ভ্রমণ করছিলেন। সূত্র : ইউএনবি, নিউজ বাংলা