• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

চার বছরেই ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতি মূল্যায়ন আন্তর্জাতিক সংস্থার

প্রকাশের সময় : February 22, 2024, 11:15 pm

আপডেট সময় : February 22, 2024 at 11:15 pm

 

বিশ্বজিৎ দত্ত : [১] গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, ২০২৭-এর মধ্যেই তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত। জেফ্রিসের রিপোর্টও তা সমর্থন করেছে।
[২] লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সফল হওয়ার পূর্বাভাস দিল ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট। তাতে বলে হয়েছে, ২০২৭ সালের মধ্যে জাপান এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।
[৩] ওই রিপোর্টে বলা হয়েছে, এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল বিশ্বের নবম বৃহত্তম। বর্তমানে তা তিন লাখ ৪০ হাজার কোটি ডলার ছুঁয়েছে। পৌঁছে গিয়েছে পঞ্চম স্থানে। আগামী চার বছরের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত। হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
[৪] বিশ্বের অধিকাংশ উন্নত এবং বৃহৎ অর্থনীতির দেশে বৃদ্ধির হার হ্রাস পেলেও ভারত অন্তত ছয় শতাংশ বৃদ্ধি বজায় রাখবে। রিপোর্টে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি ২০৩০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি ১০ লক্ষ কোটি ডলারে পৌঁছে যাবে।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)