অর্থনীতি ডেস্ক : [১] পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার সিবতাইন খান।
[২] গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় এমপিদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরুর কথা থাকলেও দুই ঘণ্টা ২০ মিনিটের বেশি বিলম্বের পরে শপথ গ্রহণ শুরু হয়।
[৩] এর আগে, পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং মুখ্যমন্ত্রীর পদের জন্য দলের মনোনীত মিয়ান আসলামকে বিধানসভা চত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। একদিকে পিএমএল-এন আইনপ্রণেতারা স্পিকারের কাছে শপথ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। অন্যদিকে বিরোধীরা স্পিকারকে অধিবেশন মুলতবি করতে আহ্বান জানিয়েছিলেন কারণ, তাদের জন্য এখনো সংরক্ষিত আসন বরাদ্দ করা হয়নি। [৪] উত্তেজনা কমাতে অধিবেশন সংক্ষিপ্তভাবে স্পিকার গতকাল শুক্রবারের নামাজের পর পর্যন্ত স্থগিত করেন। নামাজের পর শুরু হয় শপথ গ্রহণ।
[৫] এছাড়া আগামীকাল পাঞ্জাব বিধানসভার নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাসেম্বিলি সচিব। তিনি বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রার্থীদের শুক্রবার বিকাল ৫টার মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
[৬] প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের পাশাপাশি পাকিস্তানের ৫টি প্রাদেশিক পরিষদেও ভোট হয়েছিল। এই ৫টি প্রদেশের পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবেই প্রথম অধিবেশন আহ্বান করা হলো।
[৭] পাঞ্জাব বিধানসভার মোট ৩৭১টি আসনের মধ্যে ২৯৭টি সাধারণ আসন, ৬৬টি মহিলাদের জন্য সংরক্ষিত এবং ৮টি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্ধারিত রয়েছে। আর সরকার গঠনের জন্য যেকোন দল বা জোটের প্রয়োজন ১৮৬ আসনের। [৮] গত ৮ ফেব্রুয়ারি নিবার্চনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পিএমএল-এন পায় ১৩৭টি আসন এবং ১৩৮ আসনে জিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রাথীরা। অনান্য দল গুলোর সঙ্গে জোট করে সরকার গঠনের জন্য এগিয়ে যায় পিএমএল-এন।
[৯] দলীয় সুত্র জানা গেছে, প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এনের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর মাধ্যমে তিনিই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী। সূত্র : ডন, সামা টিভি, ঢাকা টাইমস